Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভূস্বর্গের তরুণদের কাছে কোনও পথ খোলা নেই, তাই জঙ্গী দলে যোগ দেয় তারা, বিস্ফোরক মন্তব্য মেহবুবা মুফতির

Updated :  Monday, November 9, 2020 7:07 PM

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের তরুণ যুবকদের জঙ্গী দলে যোগ দেওয়ানোর জন্য ব্রেন ওয়াশ করা হয় জঙ্গী দলগুলোর পক্ষ থেকে। তাদেরকে মোটিভেট করে দলে নেওয়া হয়। এমন ঘটনা প্রায় সকলেরই জানা। কিন্তু এই প্রসঙ্গ নিয়ে পিডিবি প্রধান মেহেবুবা মুফতি যা মন্তব্য করলেন, তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর ভারত বিরোধী মন্তব্যের জন্য পিডিপি ছেড়েছেন দলের ৩ নেতা। তারপরেও ফের বিস্ফোরক মন্তব্য করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি।

আজ, সোমবার মেহবুবা বলেন, ‘এখানকার যুবকদের হাতে কাজ নেই। বন্দুক হাতে তুলে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনও পথ খোলা নেই। উপত্যকায় জঙ্গি দলে নাম লেখানোর প্রবণতা বেড়েছে। বাইরের রাজ্যের মানুষজনকে এখানে কাজ দেওয়া হচ্ছে। কী করবে এখানকার তরুণরা! তাই জঙ্গি দল থেকে কেউ এসে তাদেরকে প্রলোভন দেখিয়ে সহজেই জঙ্গী দলে যোগ দেওয়া আছে। জম্মুর অবস্থা আরও খারাপ। সেখানকার মানুষদের মোহভঙ্গ হচ্ছে। মোদি  সরকারের উচিত বাজপেয়ীর রাস্তায় হাঁটা।’

প্রসঙ্গত, বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছেন মেহবুবা মুফতি। ৩৭০ ধারা প্রসঙ্গে তিনি বলেছিলেন, জম্মু-কাশ্মীরের জন্য তিনি যত দূর যেতে হয় যাবেন। কিন্তু আজকের বক্তব্য সুর বদল হতে দেখা গেল। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরকে ঘিরে কোনও সংঘাত কাম্য নয়, বরং প্রতিবেশী দেশের সঙ্গে সেতুবন্ধনের মাধ্যম হিসেবে একে দেখা উচিত।