Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আইপিএলে এবার মার্কিন ক্রিকেটার, খেলবেন কেকেআরের হয়ে

Updated :  Monday, September 14, 2020 6:30 PM

দুবাই: সংযুক্ত আরব আমিরশাহীতে ইতিমধ্যেই আইপিএলের দামামা বেজে গিয়েছে। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত এই কোটিপতি লিগ। করোনা পরিস্থিতিতে কার্যত এবারের আইপিএল হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু শেষমেশ বালির দেশে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইপিএল। শুধু তাই নয়, এবারের আইপিএলে যেমন রয়েছে করোনা মোকাবিলা করার চ্যালেঞ্জ, তেমন রয়েছে অনেক চমকও। তার মধ্যে একটি চমক দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এই প্রথম আইপিএলে কোনও আমেরিকান ক্রিকেটার খেলতে চলেছে। তাও আবার সেটা বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে। আর এই মার্কিন ক্রিকেটার হলেন আলি খান।

জোরে বোলার হ্যারি গার্নির পরিবর্তে আলি খানকে পেয়েছে কেকেআর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কিং খানের ত্রিনবাগো নাইট রাইডার্স-এর হয়ে দুরন্ত পারফরমেন্সের জেরে কার্যত আইপিএল খেলার দরজা খুলে গেল আলি খানের সামনে।

সিপিএল খেলে রবিবারই আবুধাবিতে পৌঁছে গিয়েছেন দুই ক্যারাবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। প্রোটিয়া ক্রিকেটার ক্রিস গ্রিনও যোগ দেন কেকেআর শিবিরে। যোগ দিলেন আলি খানও। নাইট পরিবারে যোগ হওয়ায় আলি খানকে নিয়ে বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছে কেকেআর। আবুধাবি পৌঁছানোর মুহূর্ত , বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরোটাই ক্যামেরাবন্দি করা হয়েছে।