ক্রিকেটখেলানিউজ

সৌরভকে কড়া ভাষায় বার্তা! কেন জানেন?

Advertisement

অরূপ মাহাত: স্বার্থের সংঘাত ইস্যুতে সিএবি প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভকে কড়া বার্তা দিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত ভারতীয় বোর্ডের নীতি নির্ধারক আধিকারিক ডি কে জৈন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন স্বার্থের সংঘাত নীতিকে গুরুত্ব দিতেই হবে এবং এই নিয়ম অনুসারে কোন ব্যক্তি একের অধিক পদে আসীন থাকতে পারবেন না।

সৌরভ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা ইন্সট্যান্ট কেস। সৌরভের বিষয়টা খতিয়ে দেখা হয়েছে। এতে সিএসি স্বার্থের সংঘাত পরিস্থিতি খুঁজে পেয়েছে। যা বিসিসিআই সংবিধানের নিয়মবিধির ৩৮ ধারায় পড়ছে৷ তবে এই মুহূর্তে সিএসি থেকে ইস্তফা দিয়েছেন তিনি এবং আইপিএল-এর সাথেও তাঁর সম্পর্ক শেষ হয়েছে৷ ফলে, আমার মতে এখন স্বার্থের সংঘাতের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।’

বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, একই সাথে তিনটি পদে আসীন থেকে স্বার্থের সংঘাত ঘটিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট, যেটা হয়তো তিনি নিজে বুঝতে পারেননি ৷ তবে বিসিসিআই-এর সংবিধানের এই নিয়ম সৌরভ গঙ্গোপাধ্যায়ের জানা উচিত ছিল বলে মনে করেন তিনি৷ তিনি এও বলেন যে, তবে এটাও মাথায় রাখতে হবে ২০১৮ সালের অগাস্টের পর এই নিয়মগুলি কার্যকর হয়েছে৷

এবং সেই কারণেই সৌরভকে বেনফিট অফ ডাউট দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে সৌরভের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ না নেওয়া হবে না। তবে ভবিষ্যতে যাতে এরকম না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে সিএবি প্রেসিডেন্টকে।

Related Articles

Back to top button