Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Met Gala 2023: মেট গলার মঞ্চে আলিয়া ভাট, দেখে মুগ্ধতা লেগেছে অধিকাংশের

Updated :  Friday, May 5, 2023 10:03 AM

আলিয়ার সাজে চোখ ধাঁধিয়ে গিয়েছে নেটজনতার একাংশের। বলাই বাহুল্য এই মুহূর্তে তার রেড কার্পেট লুক মোহিত করেছে তার গোটা ভক্তমহলকে। তার রেড কার্পেট লুকের প্রশংসা করেছেন বলিউডের একাধিক ডিভারাও। সম্প্রতি অভিনেত্রীর এই চোখ ধাঁধানো সাজের ঝলক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সাধারণ থেকে মিডিয়ামহলে।

খুব সম্প্রতি কাপুর পরিবারের পুত্রবধূ নিউইয়র্কের আন্তর্জাতিক অনুষ্ঠান ‘মেট গালা ২০২৩’এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন। এদিন রেড কার্পেটে সাদা ডিপ নেকলাইন কাটিং ও স্লিভলেস লং গাউনে হাজির ছিলেন তিনি। সাজ পূরণের জন্য হালকা মেকাপে মানানসই কানের দুল পরেছিলেন তিনি। চুল খোলা রাখলেও হালকা বাঁধন রেখেছিলেন তিনি। ঠোঁটে বজায় রেখেছিলেন মিষ্টি হাসিও। বিদেশের মাটিতে বলি ডিভার এই সাজ যে রীতিমতো সকলের নজর কেড়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

জানা গেছে, খুব শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেন রণবীর পত্নী। সেই খবর প্রকাশে আসতেই খুশিতে মেতে উঠেছে ভক্তরাও। তবে এবছর মেট গালায় তার উপস্থিতি যেন ভীষণভাবে নজর কেড়েছে। বিদেশের মাটিতেও তার জনপ্রিয়তা নজর কেড়েছে সকলের। ভালোবাসা জাহির করতে থাকা ভক্তদের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখেই হাতও নাড়িয়েছিলেন অভিনেত্রী। অবশ্য সেইসমস্ত ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই মিলবে। উল্লেখ্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি অভিনেত্রীর একটি ফ্যান পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা-দীপিকার পর এবার আলিয়াও যে রীতিমতো হলিউডের একাংশের মাঝে সারা ফেলে দিয়েছে, তা প্রমাণিত।