ফের মেট্রোতে সমস্যা। থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাটের জন্য বন্ধ থাকে ডাউন লাইন। বুধবার বেলা ৩টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শ্যামবাজার আসে। তারপর স্টেশন ছাড়ার পরেই আচমকা সুড়ঙ্গের মধ্যে থেমে যায় এসি মেট্রোটি। ১৫ মিনিটের বেশি সময় আটকে থাকে মেট্রোটি। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
খবর পেয়েই মেট্রো কর্তৃপক্ষ এসে কাজ শুরু করেন। ১৫ মিনিট পর মেট্রোটিকে শ্যামবাজার স্টেশনে ফিরিয়ে আনা হয়। রেক খালি করে দেওয়া হয়। মেট্রোর তরফে বলা হয়েছে থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাটের জন্য এই সমস্যা। দ্রুত সমস্যার সমাধান করা হবে কর্তৃপক্ষ জানিয়েছেন।
আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো SBI, জেনে নিন নতুন সুদের হার কত
এর ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ডাউন লাইন মেট্রো পরিষেবা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বারবার মেট্রোর এই সমস্যাতে কার্যত বিরক্ত প্রকাশ করেছেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained