Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভাইফোঁটায় একগুচ্ছ বাড়তি মেট্রো, প্রথম এবং শেষ মেট্রো কখন জানিয়ে দিল মেট্রো রেলওয়ে

Updated :  Sunday, October 23, 2022 10:19 PM

ভাইফোঁটা উপলক্ষ্যে এবার বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করে দিল কলকাতা মেট্রো। ভাইফোঁটা দিন যাত্রীদের সুবিধার্থে আপডাউন মিলিয়ে ১১৭টি করে মোট ২৩৪ টি ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে। অন্যদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো চালাবে মোট ৯০টি ট্রেন। কলকাতা মেট্রো রেলের তরফের রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটে। অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে। এছাড়া দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।

একইভাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে। ভাইফোঁটার দিন উপলক্ষে মেট্রোর সময় পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯ টায়। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনি।

ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে ভাইফোঁটার দিন ২০ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে বলে জানিয়ে দিয়েছে মেট্রো রেলওয়ে। শিয়ালদহ থেকে সল্টলেক যাওয়ার জন্য সেদিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ মিনিটে। আর সল্টলেক থেকে শিয়ালদার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭:০০ টায়। ভাইফোঁটার দিন শিয়ালদহ থেকে সল্টলেকের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ এ। অন্যদিকে সল্টলেক থেকে শিয়ালদহের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।