Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Holi-র দিন চলবে না একাধিক মেট্রো, বদল হচ্ছে সময়সূচী

Updated :  Sunday, March 28, 2021 7:35 AM

বিশ্বের সবচেয়ে বড় রঙের উৎসব দোল বা হোলি প্রায় চলেই এসেছে। বাংলায় এই উৎসব দোল পূর্ণিমা নামে বহুল প্রচলিত। অবশ্য ভারতের অন্যান্য জায়গায় এই উৎসব হোলি নামে পরিচিত। দোল এবং হোলি একই দিনে হয় না। সাধারণত দোলের পরদিন হোলি উৎসব থাকে। এই পবিত্র উৎসবে একে অপরকে রং এবং আবির মাখিয়ে শুভেচ্ছা জানায়। আসলে এই উৎসব হলো শ্রী শ্রী রামকৃষ্ণের আরাধনা উৎসব। এই বসন্ত উৎসবে প্রতিবছর বাঙালিরা তাদের প্রিয়জন বা কাছেরজনকে অভিনন্দন জানিয়ে, রঙ মাখিয়ে ও মিষ্টি বিতরণ করে উপভোগ করে। চলতি বছরে আজ অর্থাৎ ২৮ মার্চ বাঙ্গালীদের দোল উৎসব। আর ঠিক একদিন বাদেই সোমবার আছে হোলি।

দোল এবং হোলির দিন অন্যান্য দিনের মত সমপরিমাণ মেট্রো চলবে না বলে জানিয়ে দিল কর্তৃপক্ষ। আজ দোলের দিন সকাল থেকে মেট্রো চলবে না। মেট্রো চালু হবে দুপুর আড়াইটে থেকে। কিন্তু শেষ মেট্রো ট্রেন আছে রাত ১০ টা ৪৩ মিনিটে। আজকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ দুই প্রান্তের লাইন মিলিয়ে মোট মেট্রো চলবে ৬০ টি। এর ফলে আজ যাত্রীদের সকালের দিকে মেট্রোর বিকল্প বেছে নিতে হবে। এছাড়াও বাকি গোটা দিন অন্যান্য দিনের মতো কম সময়ের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে না।

অন্যদিকে, আগামীকাল অর্থাৎ সোমবার আছে হোলি। এইদিন সাধারণ সময়সূচী মেনে সকাল ৬:৫০ থেকে মেট্রো পরিষেবা চালু হবে। অন্যদিনের মত বন্ধ হবে রাত ১০:৪৩ মিনিটে। কিন্তু হোলির দিন সাধারণ দিনের তুলনায় অনেক কম মেট্রো থাকবে। অন্যান্য দিন দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে মোট ২৫২ টি ট্রেন থাকে। কিন্তু সোমবার আপডাউন মিলিয়ে মোট ১৭৬ টি মেট্রো চলবে।