কলকাতা: অপেক্ষার অবসান! টানা ১০ বছর পর আজ, বুধবার ট্রায়াল হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর। ট্রায়াল সফল হলে, রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিললেই ২০২১-র এপ্রিল থেকে যাত্রী সাধারণের জন্য চালু হয়ে যাবে পরিষেবা। ট্রায়ালের জন্য আজ সকালে স্টেশনে ট্রেন ঢুকতেই উৎসাহী মানুষজন ক্যামেরাবন্দি করে সেই ছবি।
দক্ষিণেশ্বর নামের মধ্যেই লুকিয়ে আছে ঐতিহ্য। নতুন মেট্রো স্টেশনের অন্দরমহলের সাজসজ্জাতেও তার ছাপ স্পষ্ট। ঝাঁ চকচকে মেট্রো স্টেশনে রয়েছে যাত্রীদের সুবিধার্থে আধুনিক সবরকম ব্যবস্থাপনা। স্টেশনের অন্দর সজ্জায় রয়েছে LED ডিসপ্লের গ্যালারি। বঙ্গ সংস্কৃতির বিভিন্ন দিক, ঐতিহ্য তুলে ধরা হয়েছে সেই গ্যালারির মাধ্যমে।
প্রসঙ্গত, কালী পুজোর আগেই চালু হওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর মেট্রোর। কিন্তু লকডাউনের সময় হু হু করে লাইন পাতা, স্টেশনের কাজ সম্পন্ন হলেও আমদানি সংক্রান্ত বিধিনিষেধ থাকার কারণে শুরু করা সম্ভব হয়নি পরিষেবা। তবে এবার সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের এপ্রিল মাসে সাধারণের জন্য চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা।