সাধারণের তুলনায় কম চলবে মেট্রো, করোনা আবহে নতুন সূচি প্রকাশ মেট্রো কতৃপক্ষের
আগামী ২৬ এপ্রিল থেকে মেট্রো তার নতুন সূচিতে চলবে
করোনার দ্বিতীয় ঢেউতে বেসামাল গোটা ভারত। এখন প্রায় প্রতিদিন ৩ লাখের বেশি সংক্রমণ হচ্ছে দেশজুড়ে। ভারতের প্রত্যেকটি রাজ্যের পাশাপাশি বাংলার অবস্থাও বেশ বেগতিক। বাংলাতে দৈনিক ১০ হাজারের বেশি সংক্রমণ হচ্ছে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা শহরে। তাই এবার মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। আসলে কলকাতা মেট্রো একাধিক স্টেশনের কর্মী, চালক ও সাবস্টেশনের কর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে এত কম কর্মী নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সাধারণ দিনের মতো ট্রেন চালানো অসম্ভব হয়ে পড়ছে। তাই তারা ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে।
মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে একটি নয়া সূচি প্রকাশ করেছে যাতে উল্লেখ রয়েছে যে আগামী ২৬ এপ্রিল থেকে মেট্রো তার এই নতুন সূচিতে চলবে। সোমবার থেকে শুক্রবার অব্দি ৫ দিনে প্রতিদিন ২৩৮ টি মেট্রো চলবে। অন্যদিকে শনিবার চলবে ১০৮ মেট্রো। সবচেয়ে কম মেট্রো চলবে রবিবার। আপডাউন মিলিয়ে সারাদিনে ৫০ টি করে মেট্রো চলবে। জানা গিয়েছে এখন থেকে সকাল ৮ টা ৫৪ মিনিট থেকে সন্ধ্যে ৭ টা ০৪ মিনিট অব্দি আপ মেট্রো চলবে। প্রতিদিন ৭ থেকে ৮ মিনিট ব্যাবধানে ট্রেন চলবে। রবিবার ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চলবে।
মেট্রো কতৃপক্ষ থেকে জানা গেছে যে দক্ষিণেশ্বরে ১ জন, নোয়াপাড়া স্টেশনে চার জন, বেলগাছিয়া স্টেশনে ৩ জন কর্মীর মধ্যে করোনা সংক্রমণ হয়েছে। এই পরিস্থিতিতে মেট্রো চলালে আরও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা মেট্রো কতৃপক্ষের। তাই তারা ইতিমধ্যেই কাটছাট করেছে তাদের দৈনিক সূচিতে।