পাকিস্তানঃ প্রাক্তন লেবানিজ পর্নস্টার মিয়া খলিফা সম্প্রতি একটি ভিডিওতে জানান তিনি পাকিস্তানের জন্য প্রাণও দিতে পারেন৷ টিকটকের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে মিয়া বলেন, “আমি আমার জীবন উত্সর্গ করে দিতে পারি পাকিস্তানের জন্য”৷
আর এরপরেই শুধু ভিডিওই ভাইরাল হয়নি, মিয়ার পাকিস্তানের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। এরপরে মিয়ার পাকিস্তানি ভক্তরা ভারতীয়দের নানা ভাবে বিদ্রুপ, উপহাসও করতে শুরু করে৷
উল্লেখ্য, এক পাকিস্তানি ছাত্র মিয়াকে জিজ্ঞেস করেছিল, “পাকিস্তানের জন্য আপনি প্রাণ দিতে পারবেন?” এর পরেই মিয়া তার উত্তরে ওই ছাত্রকে বলেন, “আমি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারি”। গত সপ্তাহে সৌদি আরবে একটি পাকিস্তানি স্কুলের অনুষ্ঠানে দেখা যায়, পড়ুয়ারা নিজের দেশকে ভালোবাসা নিয়ে নানা কথা বলছে। সেখানে এক জন ছাত্র স্টেজে উঠে বলে সে পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারে৷ আর সেই জোয়ারেই নিজেকে ভাসান প্রাক্তন পর্ণস্টার মিয়া খালিফা।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement