বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল কেন্দ্র। কিন্তু তারপরেও উঠছে একের পর এক অভিযোগ। সম্প্রতি গুজরাত থেকে উত্তরপ্রদেশে ফেরা একদল শ্রমিকের অভিযোগ নির্ধারিত টাকার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে টিকিটের দাম। তারা জানাচ্ছেন, ৬৩০ টাকার ট্রেনের টিকিট চাওয়া হচ্ছে ৮০০ টাকা।
গুজরাতের সুরাত থেকে উত্তরপ্রদেশে ফিরছিলেন এই শ্রমিকরা। সুরাত থেকে উত্তরপ্রদেশের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আসা শ্রমিকরা জানিয়েছেন, তাদের কাছ থেকে ট্রেনের টিকিটের দামের থেকে অনেক বেশি টাকা নেওয়া হয়েছে। টিকিটে ৬৩০ টাকা দাম ছাপানো থাকলেও তার থেকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে তাদের। তাঁরা আরও জানিয়েছেন, সরকারের তরফে স্টেশন পর্যন্ত আসতে যে বাসের ব্যবস্থা করা হয়েছিল তাতেও ভাড়া দিতে হয়েছে। শ্রমিকদের এই কথা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
পেটের টানে তারা গিয়েছিলেন ভিনরাজ্যে। এর মধ্যেই হঠাৎ করে লকডাউন পড়ে যাওয়ায় ফিরতে পারেননি কেউই। সরকার তাদের ফেরানোর ব্যবস্থা করলেও তারপর থেকে একাধিক অভিযোগ তুলেছে শ্রমিকরা। কোথাও ফেরানোর জন্য টাকা চাওয়া হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে শ্রমিকদের। গুজরাতেই এর আগে একবার শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। ঘটনায় এক বিজেপি নেতা অভিযুক্ত বলে দাবি করা হয়।
কেন্দ্রের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন ঘোষণা করার পর ভাড়ার কথা বলা হলে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল জানায় শ্রমিকদের ফেরার খরচ তারা দেবে। কিন্তু তারপরও শ্রমিকদের তরফে একাধিক এরকম অভিযোগ পাওয়া গেছে।