সাত সকালে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল বাংলার একাধিক জেলা

দুর্গাপুর : মঙ্গলবার সকাল ৭.৫৪ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলার একাধিক জেলা।। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো  খবর নেই।
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি এই খবর জানিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামানের কাছাকাছি এলাকা। এদিন কম্পন মূলত অনু্ভূত হয় দুর্গাপুরে। দুর্গাপুর ছাড়া নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরেও কম্পন অনুভূল হয়েছে।