ভারতের উপর একের পর এক জঙ্গি হামলা। প্রথমে টাঙ্গধর সেক্টরে ভারতীয় সেনার উপর আক্রমণ এবং সম্প্রতি কিছুদিন আগেই শ্রীনগরে CRPF পুলিশকে নিশানা করে গ্রেনেড নিক্ষেপ করে কিছু জঙ্গি। এগুলির রেশ কাটতে না কাটতেই আজ আবার ভারতীয় CRPF পুলিশের উপর ফের জঙ্গি আক্রমণ।
আজ মঙ্গলবার, জম্মু কাশ্মীরে পুলওয়ামা জেলার দেবগ্রামে একটি স্কুলে পরীক্ষা কেন্দ্র থাকায় পাহারা দেওয়ার জন্য CRPF এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়। সেই সময়ে কিছু অজ্ঞাত সন্ত্রাসবাদী মোতায়েন CRPF পুলিশকে নিশানা করে ৬-৭ রাউন্ড গুলি চালায়।ঘটনায় কেউ আহত হয় নি বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।কিন্তু এর ফলে স্কুল জুড়ে গোটা অঞ্চলটিতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে কিছু অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং একটি অনুসন্ধান অভিযানও চালু করা হয়েছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside