কাশ্মীর : সম্প্রতি গোটা জম্মু ও কাশ্মীর রাজ্য জুড়ে চলছে সন্ত্রাসবাদীদের হানা।বিভিন্ন দুষ্কৃতীমূলক কাজ ও জঙ্গি হামলা কাশ্মীরে নিত্য দিনের ব্যাপার হয়ে উঠেছে। মঙ্গলবার পুলওয়ামার পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে হল সন্ত্রাসবাদী হামলা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলায় সন্ত্রাসবাদীদের দ্বারা পাঁচজন অ-সামরিক শ্রমিক হত্যা হয়। গত ১৫ দিন ধরে কাশ্মীরের বাইরে থেকে আগত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালানো হয়। কিন্তু আজ শেষ পর্যন্ত সন্ত্রাসবাদীরা শ্রমিকদের ক্যাম্পে ঢুকে নির্বিচারে গুলি চালালে মৃত্যু হয় পাঁচজন শ্রমিকের।
খবর সূত্রে কাশ্মীর পুলিশ এই পাঁচজন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের গুলিতে যে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা। সূত্রের খবর পশ্চিমবঙ্গের জহুরউদ্দিন নামে একটি দিন মজুর কাতরাসু গ্রামে তার ভাড়া বাসায় ছিলেন। সন্ত্রাসবাদীরা হঠাৎ তার বাসায় প্রবেশ করলে তিনি পালাতে চেষ্টা করেন এবং সেই মুহূর্তে সন্ত্রাসবাদীদের গুলিতে বিদ্ধ হন। গুলি তার পায়ে এসে লাগলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি এখনও বিপদে রয়েছেন।