Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পার্টি অফিসে হাজির মিমি চক্রবর্তী, খেললেন ক্যারাম

ছিলেন এবং আছেন অভিনেত্রী। পাশাপাশি সাংসদের জুতোয় পা গলিয়ে প্রায় আট মাস কাটিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। নিজের নির্বাচন ক্ষেত্রের দায়িত্ব ঠিক ভাবে শেখা ও পালন করার জন্য চলতি বছরের ডিসেম্বর…

Avatar

ছিলেন এবং আছেন অভিনেত্রী। পাশাপাশি সাংসদের জুতোয় পা গলিয়ে প্রায় আট মাস কাটিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। নিজের নির্বাচন ক্ষেত্রের দায়িত্ব ঠিক ভাবে শেখা ও পালন করার জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কোনো সিনেমার কাজও না করার সিদ্ধান্ত নিয়েছেন তারকা। ইতিমধ্যেই নিজের দায়িত্বে থাকা এলাকায় বেশ কয়েকবার কাজ করতে, জনসাধারণের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

পার্টি অফিসে হাজির মিমি চক্রবর্তী, খেললেন ক্যারাম

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পার্টি অফিসে হাজির মিমি চক্রবর্তী, খেললেন ক্যারাম

শুক্রবারও যাদবপুর নজরুল পার্কে বুস্টার পাম্পিং স্টেশন -এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সংসদ। এরপর,হঠাৎই পাটুলি মোড়ের পার্টি অফিসে হাজির হন মিমি।নিজের মানুষদের সঙ্গে নিখাদ আড্ডা দিলেন তিনি। পছন্দের সংসদ অভিনেত্রীর এমন সাদামাটা অবতার দেখে তখন উচ্ছসিত সাধারণ মানুষ। শীতের সন্ধ্যায় শুধু আড্ডা নয়, ক্যারামের গুটি হাতেও লেন্সবন্দি হলেন মিমি চক্রবর্তী।

About Author