বার্গারের ওপর ভর্তি ফাঙ্গাস, পুরসভায় সাবওয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের মিমি চক্রবর্তীর

কলকাতা: কিছুদিন আগেই জিম থেকে ফেরার পথে এক ট্যাক্সিচালক তাঁকে হেনস্থা করে তারপরেই সেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে টলিঊডের অন্যতম অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। বালিগঞ্জ ফাঁড়ি-গড়িয়াহাটের সংযোগস্থলে ঘটা ঘটনার…

কলকাতা: কিছুদিন আগেই জিম থেকে ফেরার পথে এক ট্যাক্সিচালক তাঁকে হেনস্থা করে তারপরেই সেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে টলিঊডের অন্যতম অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। বালিগঞ্জ ফাঁড়ি-গড়িয়াহাটের সংযোগস্থলে ঘটা ঘটনার প্রতিবাদ করেন তিনি।

আর এবার আরো একবার প্রতিবাদে সোচ্চার হলেন মিমি। জনপ্রিয় মার্কিন ফুড চেন সংস্থা সাবওয়ের খাবার নিয়ে মুখ খুললেন মিমি। ১৬ সেপ্টেম্বর তিনি নিউটাউনের কাছে ইকো স্পেসে শ্যুটিং করতে গিয়েছিলেন। সেখানকার সাবওয়ে আউটলেট থেকে একটি সাব অর্ডার করে খাওয়ার সময় তিনি দেখেন তার ওপর রয়েছে মোটা ছত্রাকের লেয়ার। এরপরেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মিমি সেই  বার্গারের ছবি সাবওয়ে ইন্ডিয়াকে ট্যাগ করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। এমনকি তিনি কলকাতা পুরসভার খাদ্য বিভাগেও অভিযোগ দায়ের করেছেন।