Mimi Chakraborty: “মিমির সাথে হলে ভালো হত”, প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন মিমি চক্রবর্তী

বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত রয়েছে আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ধর্ষণের মতো জঘন্য ঘটনাকে কেন্দ্র করে। আর জি কর মেডিকেল হসপিটালে পড়ুয়ারত ডাক্তারের উপর নৃশংস ঘটনাকে…

Avatar

বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত রয়েছে আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ধর্ষণের মতো জঘন্য ঘটনাকে কেন্দ্র করে। আর জি কর মেডিকেল হসপিটালে পড়ুয়ারত ডাক্তারের উপর নৃশংস ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিশেষ করে কলকাতার রাজপথে এই ঘটনার প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি সম্মিলিতভাবে যোগ দিয়েছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরাও। যারা সম্মিলিত কন্ঠে নির্যাতিতার পরিবারের জন্য সুবিচার কামনা করছেন।

আমরা আপনাদের বলি, গত নয় অগাস্ট ৩১ বছর বয়সী পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। দেহের বিভিন্ন অংশে আঘাত দেখার পরেও প্রাথমিকভাবে সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই কাজটি করেছিলেন। পরে অবশ্য স্পষ্ট হয় ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। সেই সময় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর অধ্যক্ষ পথ থেকে পদত্যাগ করেন সন্দ্বীপ ঘোষ।

এই পুরো ঘটনাটিকে কেন্দ্র করে গোটা দেশ এখন উত্তপ্ত রয়েছে। প্রায় প্রতিদিন নির্যাতিতার সুবিচারের আশায় রাস্তায় নামছেন লাখ লাখ মানুষ। কলকাতার এই ধর্ষণ মামলার প্রতিবাদে অংশ নিয়েছিলেন মিমি চক্রবর্তী। মিছিলে প্রতিবাদী মুখ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অভিনেত্রী। তবে তারপর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা ভাবে ধর্ষণের হুমকি পাচ্ছেন টলিউড সুন্দরী। যা তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন “আমরা মহিলাদের জন্য ন্যায়বিচার দাবি করছি? আর তাদের কিছু এখানে আছে”। এছাড়া তিনি লিখেছেন, ‘আশেপাশে থাকা বিষাক্ত পুরুষরা ধর্ষণের হুমকিকে স্বাভাবিক করে তুলেছে। যারা মুখোশ পরা ভিড়ের অন্তর্ভুক্ত। যারা নারীদের পাশে দাঁড়ানোর কথা বলছে। কি ধরনের লালন-পালন এবং শিক্ষা এই অনুমতি দেয়?” দেখুন ভাইরাল স্ক্রিনশট-