Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছেঁড়া জামা, সারা মুখে পোড়া দগদগে ঘা মিমির, ভয়ানক ছবি ভাইরাল

Updated :  Monday, November 2, 2020 3:06 PM

একে নায়িকা তার উপর আবার সাংসদ, আজ তারই সারা মুখে পোড়া দগদগে ঘা? একি হলো ? কেনো হলো? শরীরে এক দিকটা পুরো পুড়ে ঝাঁঝরা হয়ে গিয়েছে, মুখের অধিকাংশ অংশ শেষ, রক্ত-মাংস ঠিকরে বেরোচ্ছে! দেখুন সেই ছবি।

আশা করি বুঝে গেছেন যে এটি সম্পূর্ণ মেকআপের কামাল। বলিউড হ্যালোইন ডে সেলিব্রেট করছে, এদিকে টলিউড কোন অংশে কম নয়। রীতিমত মেকআপ করে হ্যালোইন ডে সেলিব্রেট করছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। পশ্চিমী সংস্কৃতি অনুযায়ী, এই দিন মানুষ অদ্ভুত সাজ সাজে। কথিত আছে যে সমস্ত মৃত ব্যক্তিরা ৩১শে অক্টোবর রাত্রিতে জীবিতদের বিশ্বে আসে আগামী বছরের নতুন দেহ নেওয়ার জন্য। যত ভূত-প্রেত আছে, সবাই নাকি এ রাতে চলে আসে লোকালয়ে। আর সেই সব ভূত-প্রেতদের খুশি করতে না পারলে তো বিপদ! ইউরোপ-আমেরিকায় এই উৎসব নিয়ে বিশেষ মাতামাতি হয়। সেই পাশ্চাত্য কালচার থেকে অনুপ্রাণিত হয়েই টলিউড গা ভাসায় হ্যালোইন ডে সেলিব্রেশনে।