Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর আগেই লন্ডন থেকে শুটিং সেরে শহরে ফিরলেন মিমি চক্রবর্তী

Updated :  Tuesday, October 20, 2020 9:49 AM

সম্প্রতি ‘বাজি’ ছবির শুটিং-এর জন্য মিমি লন্ডনে গিয়েছিলেন। তাঁর সফরসঙ্গী ছিলেন এই ছবির নায়ক জিৎ। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় মিমি কোলকাতায় থাকতে পারবেন কিনা,তা নিয়ে মিমির মনে শঙ্কা ছিল। কিন্তু শেষ অবধি শুটিং শেষ করে দেশে ফিরে আসছেন তিনি। মিমি তাঁর অনুরাগীদের সঙ্গে এই খুশি ভাগ করে নিয়েছেন। এদিন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শুটিং-এর কিছু মুহূর্ত শেয়ার করেছেন মিমি। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ছবির নায়ক জিৎকে দেখা যাচ্ছে। দুর্গাপূজায় কোলকাতায় থাকা নিয়ে জিৎ-ও যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন যে,ছবির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ‘বাজি’। তবে জিৎ একদিকে যেমন আনন্দিত,অপরদিকে নিজের পছন্দের জায়গা টেমস নদীর তীর ছেড়ে যেতে তাঁর মনের কোণে জমাট বেঁধেছে দুঃখ।

তবে করোনা অতিমারীর কারণে মিমি বা জিৎ কেউ কোনো মন্ডপে যাওয়ার পক্ষপাতী নন। কোলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই বছর পুজোমন্ডপে এমনিও দর্শকদের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই এই বছর মিমি ও জিৎ বাড়িতে পরিবারের সাথেই সময় কাটাবেন। এদিকে 21 শে অক্টোবর সিনেমা হলে মুক্তি পাচ্ছে মিমি অভিনীত ‘ড্রাকুলা স্যার’। স্বাভাবিকভাবেই মিমি যথেষ্ট খুশি।

লন্ডনের ঠান্ডা আবহাওয়ায় দুই অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী বেশ কিছুটা সময় নিজেদের মতো করে এনজয় করেছেন। তাঁরা দুজনেই লন্ডনের ক্যাফেতে গরম কফি ও স্ন্যাকস এনজয় করেছেন। নুসরত ও মিমি তাঁদের ‘ডে আউট’-এর ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। দুই নায়িকার এই বন্ধুত্ব নেটিজেনদের খুব পছন্দ হয়েছে।