Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সূর্যাস্তের রোদ গায়ে মেখে সমুদ্র সৈকতে স্পাইসি লুকে মিমি, দেখে নিন তার লেটেস্ট সব ছবি

Updated :  Wednesday, November 29, 2023 10:52 PM

বছরটা ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। সবাই নিজের নিজের মতো করে বছরের শেষটা প্ল্যান করছেন। একই অবস্থা টলি পাড়ার পরিচিত মুখেদেরও। তারাও নিজেদের মতো করে প্ল্যান করে নিচ্ছেন নিজের কাজের শিডিউলটা। কেউ যাচ্ছেন ঘুরতে আবার কেউ নিজের নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। অন্যদিকে, পরমব্রত করছেন বিয়ে। অনুপমের মন ভার। পিয়া বুঝিয়ে দিয়েছেন বিবাহ বিচ্ছেদের কারণ। অপরপ্রান্তে, সৌরভ দর্শনার চার হাত এক হওয়ার খবর শুনেই এবারে তাদের দুজনের সমীকরণ নিয়ে চলছে কাটাছেঁড়া। এমনকি সৌরভের চরিত্র নিয়েও প্রশ্ন তুলছেন অনেক দর্শক। আবার দেব ব্যস্ত প্রধানের দায়িত্ব নিয়ে। সব মিলিয়ে টলি পাড়ার ছবিটা কিছুটা এরকমই। তবে, এসব কিছুর মাঝেই ব্যস্ত না থেকে নিজের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে নিজেকে দিতে চাইছেন টলি পাড়ার অত্যন্ত পরিচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী।

জানিয়ে রাখি, অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন রয়েছেন নিজের এই বছরের ভেকেশনে। আর সেই অদ্ভুত সুন্দর জায়গা থেকেই ভক্তদের সঙ্গে নিজের ভেকেশন লুক শেয়ার করে নিলেন রক্তবীজের সংযুক্তা। অবাধ বিস্তৃত সমুদ্র সৈকতের বালি গায়ে মেখে একটি নতুন রিল ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। সমুদ্র সৈকতের সূর্যাস্তের মুহূর্তের এই নরম রোদ্দুর আর বিস্তৃত জলরাশির মুগ্ধতা উপভোগ করতে করতেই এই রিলটি আপলোড করেছেন অভিনেত্রী

এই ভেকেশন লুকে অভিনেত্রীর পরনে রয়েছে একটি সাদা রঙের শিয়ার টিশার্ট আর সেই টিশার্ট তিনি লেয়ার করেছেন আরেকটা সাদা শার্ট দিয়ে। আর সঙ্গে রয়েছে একটি ডিস্ট্রেস ডেনিম জিন্স। ক্যাপশন দিয়েছেন, “Take it easy, just one life 🎭🌟 🌈”, যায় বাংলা তরজমা করলে দাড়ায়, “সহজ ভাবে বাঁচুন, কারণ জীবনটা তো একটাই।” অর্থাৎ, নিজের সিঙ্গেল লাইফটাকে যে অভিনেত্রী একেবারে পুরোপুরিভাবে উপভোগ করছেন, সেটা তো বলাই বাহুল্য।