টলিউডবিনোদন

ক্যান্সারে আক্রান্ত মিমির আদরের ‘চিকু’, সাহায্যের আর্তি অভিনেত্রীর

Advertisement

অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) মানুষের জন্য কাজ তো করেনই, এমনকি পশুদের জন্যও তিনি যথেষ্ট উদ্যোগী। কিন্তু এই মিমিও এবার সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছেন। তার কারণ হল মিমির সন্তানসম পোষ‍্য সারমেয় চিকু (chiku)। আট বছর বয়সী চিকু জাতে ল্যাব্রাডর। সম্প্রতি চিকু অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান মিমি। কিছু শারীরিক পরীক্ষা ও রক্ত পরীক্ষার পর জানা যায় চিকু মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার ক্রমশ ছড়িয়ে পড়ছে চিকুর সারা শরীরে। মিমি চিকুকে বহু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সবাই মিমিকে জবাব দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে চিকুর অপারেশন করাও সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই কারণে মিমি তাঁর চারপেয়ে সন্তান চিকুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাহায্যের আবেদন জানিয়েছেন নেটিজেনদের কাছে। তিনি জানিয়েছেন, চিকু তাঁর প্রতিটি শ্বাসে রয়েছে। চিকুর জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন বলে জানিয়েছেন মিমি। মিমি নেটদুনিয়ায় অনুরোধ করেছেন চেন্নাইয়ের কোনও পশু চিকিৎসকের সঙ্গে যদি কারও পরিচয় থাকে, তাহলে তিনি যেন দ্রুত মিমির সঙ্গে যোগাযোগ করেন।

মিমি তাঁর সন্তান চিকুর অসুস্থতার কারণে যথেষ্ট ভেঙে পড়েছেন। প্রসঙ্গত, চিকু ছাড়াও মিমির আরও এক সারমেয়-সন্তান রয়েছে, যার নাম ম্যাক্স (Max)। চিকুর অবর্তমানে ম্যাক্সের একাকীত্বও ভাবিত করেছে মিমিকে।

Related Articles

Back to top button