কলকাতানিউজরাজ্য

ফের রাস্তায় নামতে পারে মিনিবাস, নূন্যতম ভাড়া হতে পারে ১৪ টাকা

Advertisement

কলকাতা, হাওড়া সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, আসানসোলে শীঘ্রই রাস্তায় নামতে পারে মিনিবাস। বাসের নুন্যতম ভাড়া হতে পারে ১৪ টাকা। দীর্ঘ লক ডাউন পরিস্থিতির মাঝেই রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাস রাস্তায় নামার ব্যপারে অনুমতি দেয় রাজ্য সরকার। তবে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে সংশয় ছিল। তবে যে ভাড়ার পরিমান বেসরকারি বাস ও মিনিবাস সংগঠনগুলি রাজ্য সরকারকে জানায় তাতে অনুমোদন মেলেনি সরকারের তরফ থেকে।

এবার নতুন যে ভাড়ার তালিকার কথা ঘোষণা করা হয়েছে তাতে প্রথম ২ কিমির ভাড়া হবে ১৪ টাকা। এরপরের ৫ কিমিতে ভাড়া বাড়বে ৫ টাকা করে। ফলে প্রথম ২ কিলোমিটারের ভাড়া ১৪ টাকা, ২ থেকে ৭ কিলোমিটারের ভাড়া ১৯ টাকা, ৭ থেকে ১২ কিলোমিটারের ভাড়া ২৪ টাকা, ১২ থেকে ১৭ কিলোমিটারের ভাড়া ২৯ টাকা, ১৭ থেকে ২২ কিলোমিটার রাস্তায় ভাড়া হবে ৩৪ টাকা এবং ২২ থেকে ২৭ কিলোমিটারের ভাড়া ৩৯ টাকা।

তবে মিনিবাস সংগঠনগুলি জানিয়েছে, তাঁরা ১২ থেকে ১৪ আসনের যাত্রী নিয়ে বাস চালাতে রাজি। এতে তাঁরা তাঁদের খরচ তুলে নিতে সক্ষম হবে। মিনিবাস সংগঠনের অন্যতম নেতা জানান, “কলকাতা সহ জেলার মিনিবাস চালকেরা রাস্তায় নামতে রাজি। আশা করছি রাজ্য সরকার আমাদের দাবি মেনে নেবে।”

Related Articles

Back to top button