Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মীরাক্কেল ১০ : ভাল থাকার ভ্যাকসিন নিয়ে আসছে মীর, আপনি তৈরি তো?

কমেডির মাস্টার মীর আসছেন নিজের ব্যান্ড ব্যান্ডেজের সঙ্গে আপনাদের 'ভাল থাকার ভ্যাকসিন' নিয়ে। চার বছর মীরাক্কেল-এর দেখা, তাই এবার 'মীরাক্কেল ১০' এও থাকবে নতুন চমক। সঞ্চালনায় এখানে মীর ছাড়া অচল।…

Avatar

কমেডির মাস্টার মীর আসছেন নিজের ব্যান্ড ব্যান্ডেজের সঙ্গে আপনাদের ‘ভাল থাকার ভ্যাকসিন’ নিয়ে। চার বছর মীরাক্কেল-এর দেখা, তাই এবার ‘মীরাক্কেল ১০’ এও থাকবে নতুন চমক। সঞ্চালনায় এখানে মীর ছাড়া অচল। কিন্তু পাল্টে গেছে বিচারকদের মুখ। বহুদিন পর মানুষ দেখতে পাবে পাওলি দামকে পর্দায়। পাওলির পাশাপাশি থাকবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জাজেস প্যানেল– রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র-কে দেখতে না পাওয়ার কষ্ট জানিয়েছেন প্রচুর দর্শক। সবাই এই পুরনো টিমকেই ফিরে পেতে চান। কিন্তু চার বছর পর একদম নতুন ভাবে শুরু হতে চলেছে ‘মীরাক্কেল ১০’।

মীরাক্কেল ১০ : ভাল থাকার ভ্যাকসিন নিয়ে আসছে মীর, আপনি তৈরি তো?

২০০৬ সালে শুরু হয়েছিল প্রথম ‘মীরাক্কেল’। এখনও পর্যন্ত ৯টি সিজন কমপ্লিট হয়েছে এবং এই ৯টি সিজনেরই মধ্যমণি ছিলেন মীর এবং অসাধারণ একটি জাজেস প্যানেল– রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র। এবারের মীরাক্কেলে অনেকটা আলাদা। সাধারণ ছেলে-মেয়েদের সুযোগ পাওয়ার জায়গা থাকছে, পাশাপাশি এক অসম্ভব সুন্দর জাজেস প্যানেলও থাকছে।

১১ ই অক্টোবর রবিবার রাত ৮ টায় শুরু হবে মীরাক্কেল ১০ এর গ্র্যান্ড প্রিমিয়ার।

মীরাক্কেল ১০ : ভাল থাকার ভ্যাকসিন নিয়ে আসছে মীর, আপনি তৈরি তো?

করোনার ভ্যাকসিন তৈরি না হলেও মীর বের করে ফেলেছেন ‘ভালথাকার ভ্যাকসিন’। শুধুমাত্র টিভির পর্দার সামনে বসে গেলেই ভ্যাকসিন পেয়ে যাবেন এক ঘণ্টার জন্য।

About Author