Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Mirzapur 3 Trailer: মুক্তি পেল মির্জাপুর ৩ এর ট্রেলার, গুড্ডু ভাইয়াকে দেখেই মানুষের উত্তেজনা তুঙ্গে

Updated :  Thursday, June 20, 2024 9:42 PM

মির্জাপুর-এর তৃতীয় সিজনের ট্রেলার রিলিজের সাথে সাথেই ইন্টারনেট জুড়ে যেন বন্যার স্রোত বয়ে গেছে। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগ্গাল, বিজয় ভার্মা অভিনীত এই জনপ্রিয় ওয়েব সিরিজের নতুন মৌসুমের ট্রেলার প্রকাশের পর থেকেই রোমাঞ্চের পারা তুঙ্গে।

ট্রেলারে কি রয়েছে?

ট্রেলারে দেখা যাচ্ছে, মির্জাপুর শহর এখন গুড্ডু ভাইয়ার (আলি ফজল) নিয়ন্ত্রণে। কালিন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠি) মৃত্যুর পর তিনিই এখন শাসক। কিন্তু ক্ষমতার এই আসনে বসে তার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। একদিকে শত্রুরা তাকে ঘিরে ফেলেছে, অন্যদিকে নিজের পরিবারের ভেতরেও বিশ্বাসঘাতকতার আশঙ্কা। ট্রেলারে রক্ত, রোমাঞ্চ, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে।

মানুষের প্রতিক্রিয়া

ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন শুরু হয়েছে। মির্জাপুর ভক্তরা ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন যে এই সিজন আগের দুটোর চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে। মির্জাপুর ৩ ৫ই জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ হবে। ট্রেলারের অসাধারণ সাড়া দেখে মনে হচ্ছে, এই সিজনও দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।