Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Mishmee Das: সিরিয়ালের মাঝপথেই অভিনয় ছাড়লেন ‘রিনি’, ‘দিদি নাম্বার ১’-এ গিয়ে কারণ খোলাসা করলেন অভিনেত্রী

Updated :  Saturday, February 5, 2022 7:04 PM

রোজকার বিনোদনের এক অন্যতম অঙ্গ হল বিভিন্ন ধারাবাহিক। বিকেল হলেই কমবেশি সকলেই কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে বিভিন্ন ধারাবাহিক দেখে থাকেন।বাংলা সিরিয়ালের চরিত্ররা যেন বাড়ির সকলের কাছে একটি আসল পরিবার হিসেবে উপস্থাপিত হয়। সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাংলা সিরিয়াল, “এই পথ যদি না শেষ হয়”। সিরিয়ালের প্রত্যেকটি চরিত্র মন জয় করে নিয়েছে প্রত্যেকটি বাঙালি মানুষের। এই সিরিয়ালের নেতিবাচক চরিত্রে অভিনয় করা মিশমী দাস ব্যাপক প্রশংসা পেয়েছেন তাঁর অসাধারণ অভিনয়ের জন্য। তবে হঠাৎ করেই জানা গিয়েছে মিশমী অভিনয় ছেড়ে দিচ্ছেন। খবর পেয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছে দর্শকগণ।

টলিপাড়ার গসিপের এখন প্রধান ফোকাস অভিনেত্রী মিশমী দাসের দিকে। সিরিয়ালের মাঝপথে তিনি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসছেন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই সিরিয়াল ছাড়ার কারণ জানিয়েছে। তিনি সম্প্রতি দিদি নম্বর ১ রিয়েলিটি শোতে এসে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কারণ খোলাসা করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে পুরোপুরি অভিনয় ছাড়ছেন না তিনি। আসলে সাময়িক একটা ব্রেক নিচ্ছেন তিনি।

“দিদি নম্বর ১” রিয়েলিটি শোতে গিয়ে সঞ্চালক রচনা ব্যানার্জীর সামনে দাঁড়িয়ে মিশমী জানান যে তিনি বুঝেছে নিজেকে সময় দেওয়াটা কতটা জরুরী। তাই জনপ্রিয় দুটি সিরিয়াল, একটি বাংলা এবং একটি হিন্দি ধারাবাহিক থেকে সাময়িক কুইট করছেন তিনি। তিনি প্রেমিকের হাত ধরে বর্তমানে কলকাতা ছাড়ছেন। মেডিটেশনের পাশাপাশি এবার তিনি যোগা শিখবেন। এমনিতেই তাঁর প্রেমিক ওয়াক ফ্রম হোম করেন। তাই কলকাতার বাইরে গেলে তাঁদের কোনো সমস্যা হবে না। তাই বয়ফ্রেন্ডের সাথে মিশমী গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন সরস্বতী পূজার পরেই।

অভিনেত্রী ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলে, টেলিপাড়ায় জল্পনা শুরু হয়েছিল কেন এমনটা করছেন তিনি। আসলে কিছুদিন আগে সাহসী ছবি পোস্ট করে ব্যাপক ট্রোল হয়েছিলেন অভিনেত্রী। অনেকেই ভেবেছিলেন বডি শেমিং এর জন্য ডিপ্রেশনে চলে গিয়ে অভিনয় জগত ছাড়তে চাইছেন তিনি। কিন্তু দিদি নাম্বার ওয়ান এর প্রোমো সামনে আসতেই সমস্ত জল্পনা পরিষ্কার হয়ে যায়। এবার অভিনেত্রী কবে আবার ক্যামেরার সামনে ফিরে আসবেন তার জন্য অপেক্ষা করছেন সমস্ত অনুরাগীরা।