Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হওয়া ঐশ্বরিয়া রাইকে তখন এমন দেখাচ্ছিল, ২৯ বছরের পুরনো ভিডিও ভাইরাল

Updated :  Friday, February 3, 2023 10:38 AM

নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি, তা নিয়ে কোন সন্দেহই নেই। পর্দায় একঝলক তাকে দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। সম্প্রতি নিজের আগেকার ঝলকের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

ইদানিং সোশ্যাল মিডিয়ার পাতায় বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখে অভিনেত্রীকে চেনা দায়। দেখেই বোঝা গিয়েছে এই ঝলক অভিনেত্রীর অনেক কম বয়সের। তখন অভিনেত্রী আরো বেশি সুন্দর ছিলেন, তা নিঃসন্দেহে বলা চলে। সম্প্রতি তার এই ঝলক নজর কেড়েছে অধিকাংশ নেটনাগরিকদের। পাশাপাশি ঘুম উড়িয়েছে তার অগণিত পুরুষ ভক্তদেরও। আপাতত, সেই ঝলকের সূত্র ধরেই আবারো চর্চার আলোয় অভিষেক পত্নী।

ভাইরাল হওয়া ভিডিওটি ২৯ বছর আগেকার। ভিডিওতে অভিনেত্রীকে মারুন রঙের শাড়ি, কালো ফুলস্লিভ ট্রান্সপারেন্ট ব্লাউজে দেখা গিয়েছে। সাথে নিয়েছিলেন মানানসই মেকাপও। বেঁধেছিলেন খোঁপা। পরেছিলেন মানানসই মূল্যবান নেকলেসও। ঠোঁটে বজায় রেখেছিলেন হাসিও, যা এতবছর পরে এসেও মুগ্ধ করেছে তার অগণিত ভক্তকে। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সম্ভবত এদিন এই বেশে কোনো এক অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন তিনি, তা সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট‌ হবে।