Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভুল উপায়ে আর ব্যবহার করা যাবে না আধার বা প্যান কার্ড, কঠোর নিয়মের বিল পাশ করবে সরকার

Updated :  Thursday, August 24, 2023 6:16 PM

আজকালকার দিনে ভারতের বুকে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। একদিকে আপনার আধার কার্ড যেমন আপনার দেশের নাগরিকত্ব প্রমাণ করে ঠিক অন্যদিকে প্যান কার্ড ছাড়া আপনি ব্যাংকিং জাতীয় কোনো কাজকর্ম করতে পারবেন না।এবার আবার আরও এক ধাপ এগিয়ে মোদি সরকার পরিচয় চুরি এবং মানুষের অপব্যবহার রোধে অনেক কঠোরতা নিচ্ছে। নতুন প্রস্তাবিত ডেটা সুরক্ষা বিলে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে অর্থদণ্ড ও শাস্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনেই এই বিলটি পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রকের এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন যে প্যান কার্ড এবং আধার কার্ডের অপব্যবহারের শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। কারণ এই অপব্যবহারের কারণে কেন্দ্র ও রাজ্য উভয়েই প্রচুর রাজস্ব ক্ষতি হয়।

আসলে সম্প্রতি সরকার জানতে পেরেছে চুরি করা পরিচয়পত্র নিয়ে অনেকেই কোম্পানি খুলে দেয়। এতে পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় সরকারকে। তাই প্যান কার্ড অপব্যবহারের জন্য ১০ হাজার টাকা জরিমানা বা ছয় মাস অব্দি কারাদণ্ড হতে পারে। আপনি শুনলে অবাক হবেন যে সম্প্রতি জাল রেজিস্ট্রেশনের বিরুদ্ধে একটি অভিযান চালিয়ে সরকার গোটা দেশে ১২,০০০ জাল পরিচয়পত্র ব্যবহার করা ধরতে পেরেছে এবং এইজন্য আনুমানিক ৩০,০০০ কোটি টাকা ট্যাক্স ক্ষতি হয়েছে সরকারের।

দেশে বড় আকারের জালিয়াতি রোধ করতে জাল পরিচয়পত্র ব্যবহারের সমস্যা থেকে মুক্তি পেতে CBIC সারা দেশে GST নিবন্ধিত সংস্থাগুলির বায়োমেট্রিক যাচাইকরণ এবং জিওট্যাগিং কার্যকর করার পরিকল্পনা করছে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ইতিমধ্যে সংশোধিত খসড়া আইনে কাজ করছে এবং স্টেকহোল্ডারদের সাথে নতুন করে আলোচনা শুরু করেছে।