Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার হানা ‘মিঠাই’ পরিবারে, আক্রান্ত ‘তোর্সা’ তন্বী লাহা রায়

Updated :  Sunday, April 18, 2021 11:56 AM

টলিটাউন ও টেলিটাউনে হানা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আক্রান্ত হচ্ছেন একের পর এক শিল্পী ও কলাকূশলীরা। করোনায় আক্রান্ত হয়েছেন ভরত কল (Bharat kaul)। এছাড়াও ‘দেশের মাটি’ সিরিয়ালের ‘নোয়া’ শ্রুতি দাস (Shruti Das) করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু পয়লা বৈশাখের আগের দিন তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর মধ্যেই ‘মিঠাই’-এর ‘তোর্সা’ তন্বী লাহা রায় (Tanwi Laha Ray) হলেন করোনা আক্রান্ত। ভার্চুয়াল মাধ্যমে একটি সাক্ষাৎকারে তন্বী জানিয়েছেন, গত রবিবার রাত থেকে তাঁর মাথায় সামান্য যন্ত্রণা হচ্ছিল। সোমবার সর্দি ও জ্বর ভাব দেখা দেওয়ার পর তিনি কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেন। সেইমতো তিনি ও তাঁর মা-বাবা কোভিড টেস্ট করান। তবে তাঁর মা-বাবার রিপোর্ট এখনও আসেনি।

এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন তন্বী। তাঁর ঘরের দরজার বাইরে মা খাবার রেখে যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তন্বী। এছাড়াও ফলের রস ও তাজা শাক-সব্জি বেশি করে খাচ্ছেন তিনি। পয়লা বৈশাখের দিন একরাশ মনখারাপ নিয়ে নিজের একটি সুন্দর ছবি শেয়ার করে তন্বী অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, পৃথিবী দ্রুত সুস্থ হয়ে উঠুক। ‘মিঠাই’-এর প্রযোজনা সংস্থার তরফে তন্বীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তবে তন্বীর দীর্ঘ অনুপস্থিতির জেরে ‘মিঠাই’-এর চিত্রনাট্যে হয়তো পরিবর্তন আসতে পারে।