Soumitrisha Kundu: মন খুলে বৃষ্টিতে ভিজলেন পর্দার ‘মিঠাই’, অভিনেত্রীর নাচে মুগ্ধ নেটজনতা

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার 'মিঠাই'। গত একবছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক মনোরঞ্জন করছে দর্শকদের। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সৌমিতৃষা কুন্ডুকে।…

Avatar

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’। গত একবছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক মনোরঞ্জন করছে দর্শকদের। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সৌমিতৃষা কুন্ডুকে। পর্দায় একেবারে ঘরোয়া বাঙালি বউয়ের সাজেই দেখা মেলে অভিনেত্রীর। তার বিপরীতে অভিনয় করতে দেখা যায় অন্যতম জনপ্রিয় অভিনেতা আদৃত রায়কে। বর্তমান যুগে বহু মেয়েদের হার্টথ্রব তিনি। তবে অনস্ক্রিন এই জুটি শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

এখন চারিদিকে বৃষ্টির মরসুম। যখন তখন আকাশের মুখ ভার হচ্ছে। সময় অসময়ে নামছে বৃষ্টি। তবে এতে যে বেশ মজাই পাচ্ছে পর্দার মিঠাইরানী, তা তার ভিডিও দেখেই বোঝা গিয়েছে। নিজেই বলিউডের জনপ্রিয় ছবি ‘তাল’এর ‘তাল সে তাল মিলা’র সাথেই ইনস্টারিল ভিডিও বানিয়েছেন সৌমিতৃষা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে মিঠাইরানীকে বৃষ্টির মধ্যেই এদিক ওদিক দৌড়ে ভিজতে দেখা গিয়েছে। উপভোগ করতে দেখা গিয়েছে বৃষ্টির মরসুমকে। সম্প্রতি তার সেই ভিডিও ভাইরাল হতেই বেশ মজা পেয়েছেন তার ভক্তরা। আপাতত এই রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিনি।

আপাতত, টেলিভিশনের পর্দায় সিদ্ধার্থের বাবা অর্থাৎ সমরেশ মোদকের বিয়ের পর্ব শেষ হয়েছে। বেশ মজা করেই সেই পর্বগুলোর শুটিং শেষ করেছেন তারা। আপাতত হল্লা পার্টির হাতে নতুন প্রজেক্ট। নিপা-রুদ্রর বিয়ে নিয়েও ব্যস্ত মিঠাইরানী। নিপার মা লতা পুলিশ হওয়ার জন্য রুদ্রর সাথে কিছুতেই নিপার বিয়ে দেবেন না বলে বেঁকে বসেছেন। তিনি তোর্সার সাথে হাত মিলিয়ে নিপার বর খুঁজতে শুরু করে দিয়েছেন। তবে শেষপর্যন্ত কি হয়! তা দেখার জন্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।