টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

TRP List: রেকর্ড ব্রেক করল মিঠাই রাণী! অন্যদিকে খারাপ ফল খড়কুটো শ্রীময়ীর, রইল সম্পূর্ণ টিআরপি তালিকা

Advertisement

সপ্তাহের বৃহস্পতিবার মানেই ধারাবাহিকের ফল প্রকাশের দিন। এই দিন প্রতিটি কলাকুশলী অপেক্ষা করে থাকেন নিজেদের কাজের রিপোর্ট কার্ড দেখার জন্য। শুধু অভিনেতা অভিনেত্রী নয় এই টিআরপি দেখার অপেক্ষায় থাকেন বাঙালী দর্শকেরা। দুপুরে যথাযথ সময়ে রিপোর্ট কার্ড এল। এবারেও সেরা স্থান দখল করলো ‘মিঠাই’। মানে সৌমিতৃষা আর অদৃতের কেমিস্ট্রি এক নম্বরে।এই নিয়ে একটানা ৩৫ সপ্তাহ ধরে শীর্ষ স্থানে মিঠাই সিরিয়াল। বাংলা ধারাবাহিকের ইতিহাসে কৃষ্ণকলির রেকর্ডও ভেঙে দিয়েছে মিঠাই। আর এবার প্রকাশিত হল এসপ্তাহের টিআরপি তালিকা।

প্রতিবারের মত এবারেও একেবারে প্রথম স্থান দখল করেছে মিঠাই। এসপ্তাহে আগের থেকে নম্বর বাড়িয়ে ১০.৮ পয়েন্ট পেয়েছে মিঠাইরানি। অন্যদিকে যমুনা ঢাকিকে টেক্কা দিয়ে এই লিস্টে দ্বিতীয় স্থানে এগিয়েছে উমা। এসপ্তাহের টিআরপি তালিকায় ৮.৬ পয়েন্টে দ্বিতীয় হয়েছে উমা। এই সপ্তাহে টিআরপির তালিকা থেকে যমুনা ঢাকি রয়েছে ঠিক পিছনেই, তবে বেশি না মাত্র.২ এর ব্যবধান। ৮.৪ পয়েন্টে তৃতীয় স্থানে যমুনা আর সঙ্গীত। আর চতুর্থ এগিয়ে এসেছে দেবশ্রী আর পঞ্চম স্থানে রয়েছে অপরাজিতা অপু আর খুকুমণি হোম ডেলিভারি।  নতুন ধারাবাহিক হলেও দর্শকদের মন জয় করতে শুরু করেছে ইতিমধ্যে নতুন মেয়ে খুকুমণি।

বিগত কয়েকমাস যাবৎ সবাইকে টেক্কা দিয়ে একেবারে রাজ করে চলেছে মিঠাই ধারাবাহিক। এবারের টিআরপি লিস্টে শীর্ষ স্থানে তার কোনো পরিবর্তন চোখে পড়ল না। সবাইকে টেক্কা দিয়ে আবারো বাংলার সেরার সেরা হল মিঠাই। তবে আগের সপ্তাহের থেকে এসপ্তাহে কিছুটা নম্বর কমেছে। এই সপ্তাহে সিড আর মিঠাইয়ের ঝুলিতে প্তাপ্ত নম্বর হল ১০.২।

তবে নতুন ধারাবাহিক গুলির ফলাফল দুর্দান্ত হলেও পুরোনো ধারাবাহিক খড়কুটো, কৃষ্ণকলি, শ্রীময়ী এদের রিপোর্ট আগের থেকে অনেকটাই খারাপ হয়েছে। একসময় যেখানে প্রথম পাঁচে দেখা মিলত এই ধারাবাহিকগুলির আজ সেখানে কোনোমতে লড়াই করছে ধারাবাহিকগুলি। এই ষষ্ঠ স্থানে আছে রানী রাসমনি আর সপ্ত স্থানে আছে মন ফাগুন। আর কৃষ্ণকলির স্থান হয়েছে অষ্টমে আর খড়কুটো আর শ্রীময়ীর জনপ্রিয়তা থেকেছে তলানিতে, এবারে দশম স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক।

অন্যদিকে নন ফিকশন শোয়ে বাজিমাত করলো ডান্স বাংলা ডান্স। গ্র‍্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে। আর তাতেই টিআরপি বেড়ে ৬.২। সামান্য পিছিয়ে দ্বিতীয় স্থানে সৌরভের দাদাগিরি। পেল ৬ নম্বর। আর এই সপ্তাহে আরও কমল সুপার সিঙ্গারের রেটিং, ৩.৬। ফের এক নজরে দেখে নিন এই সপ্তাহে ধারাবাহিকের সেরা দশের তালিকা-

১.মিঠাই- ১০.৮

২.উমা- ৮.৬

৩.যমুনা ঢাকি- ৮.৪

৪.সর্বজয়া- ৮.৩

৫.অপরাজিতা অপু, খুকুমণি হোম ডেলিভারি- ৭.৮

৬.রানি রাসমনি- ৭.৫

৭.মন ফাগুন- ৬.৯

৮.কৃষ্ণকলি- ৬.৭

৯..খেলাঘর, এই পথ যদি না শেষ হয়- ৬.৬

১০.কড়িখেলা, খড়কুটো, শ্রীময়ী, ধুলোকণা- ৬.৩

Related Articles

Back to top button