Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: অনস্ক্রিন ভাসুরের সাথে ট্রেন্ডিং গানে উদ্দাম নাচ করল মিঠাইরানি, মুহূর্তে ভিডিও ভাইরাল

Updated :  Wednesday, August 3, 2022 8:11 PM

বাঙ্গালীদের বিনোদনের এখন অবিচ্ছেদ অঙ্গ হয়ে উঠছে বিভিন্ন ধারাবাহিক। সন্ধ্যে হলেই প্রত্যেক বাঙালির বাড়িতেই উঁকি মারলে দেখা যায় চলছে স্টার জলসা বা জি বাংলার কোনো একটি সিরিয়াল। সিরিয়ালের কাহিনীর সাথে যেন নিজেদের পরিবারকে মিলিয়ে মিশিয়ে নেয় প্রত্যেকটি বাঙালি। ধারাবাহিক হিরোর খুশিতে খুশি এবং দুঃখে চোখের জল গড়াতেও দেখা যায় বাঙালি মা কাকিমার চোখে। বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত টিভি চ্যানেলে শুধুই চলে কিছু সিরিয়াল। সেগুলির মধ্যে বেশ কিছু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে।

টলি ইন্ডাস্ট্রিতে বিশেষ করে স্টার জলসা এবং জি বাংলার সিরিয়ালগুলি ব্যাপক পছন্দ হয় আপামর দর্শকদের। সিরিয়ালের টাইম হলেই যেন টিভির পর্দা থেকে চোখ সরাতে চায় না বাড়ির মা কাকিমারা। সিরিয়ালের প্রত্যেকটি এপিসোড গুরুত্বপূর্ণ হয় বলে পৃথিবীর রসাতলে গেলেও সেই সময় কারো তেমন কোনো ভ্রুক্ষেপ থাকে না। এই বাংলা ধারাবাহিক ইন্ডাস্ট্রিতে একটি জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই যা জি বাংলায় সম্প্রচারিত হয়। এই সিরিয়ালের প্রত্যেকটি চরিত্র বাঙালি দর্শকদের কাছে যেন পরিবারের পরিজন।

মিঠাই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। অনেকে হয়তো তার এই নামটা না জানলেও, সকলেই তাকে মিঠাই নামে বেশি চেনেন। বর্তমানে ধারাবাহিকের সুবাদে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। তিনি বিভিন্ন ছবি এবং রিল ভিডিও পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে জনপ্রিয়তা শিখরে পৌঁছে যায়। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে অনস্ক্রিন ভাসুর সময়ের সাথে উদ্দাম ভঙ্গিতে নাচ করছেন মিঠাই রানী। সোমের পরনে রয়েছে কালো রঙের শার্ট এবং নীল রঙের জিন্স। অন্যদিকে প্রায় ম্যাচিং করে সৌমিতৃষাও পরেছেন কালো রঙের টপ ও জিন্স।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, “অনেকদিন পর আবার ডান্স পার্টনারের সাথে।” বলাবাহুল্য এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। ধ্রুব সৌমিতৃষা জুটির অসম্ভব সুন্দর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয় গোটা নেটমহল। পাশাপাশি অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে ভোলেননি। এক কথায় ইন্টারনেট দুনিয়াতে এখন ভাইরাল মিঠাইরানীর সাথে তার ভাসুরের উদ্দাম নাচ।