এই মুহূর্তে টেলিটাউনের একনম্বর বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। মিঠাই ও উচ্ছেবাবুর রসায়ন দর্শকদের যথেষ্ট পছন্দের। টিআরপি তালিকায় পরপর তিন সপ্তাহ ধরে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছে ‘মিঠাই’। কিন্তু ইতিমধ্যেই গুজব রটে গিয়েছে পাল্টে যাচ্ছে ‘মিঠাই’-এর নায়িকা। এতদিন নায়িকার ভূমিকায় অভিনয় করছিলেন সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu)। দর্শকদের চোখে তিনি ‘মিঠাই’ হিসাবেই পরিচিত। ফলে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। তাঁদের মতে, সৌমিতৃষা ছাড়া অন্য কাউকে ‘মিঠাই’ হিসাবে মানতে পারবেন না তাঁরা।
এই গুজবের উত্তর দিতে মুখ খুলেছেন সৌমিতৃষা নিজে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এটা হল খ্যাতির বিড়ম্বনা। কিছু ইউটিউব চ্যানেল অযথা প্রচার করছে, সৌমিতৃষা নাকি মারা গিয়েছেন। কোথাও বলা হয়েছে, সৌমিতৃষা করোনায় আক্রান্ত। কোথাও বা বলা হচ্ছে সৌমিতৃষার পা ভেঙে গিয়েছে, ইন্দ্রাণী হালদার (Indrani haldar), কোয়েল (koyel)তাঁকে দেখতে এসে কাঁদছেন। এমনকি সৌমিতৃষার কিছু ফেক ছবিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যেগুলিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন।
গত কয়েকদিন ধরে শুভানুধ্যায়ীরা ফোন করে সৌমিতৃষার খোঁজ নিচ্ছেন। সকলকে আশ্বস্ত করতে রীতিমত ভিডিও কল করতে হচ্ছে সৌমিতৃষাকে। সৌমিতৃষা নিজের অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, দুশ্চিন্তা না করতে, তিনি সুস্থ আছেন এবং ‘মিঠাই’ বদলাচ্ছে না।