Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চুরির দায়ে গ্রেফতার বাংলা সিরিয়ালের মিঠাই?

Updated :  Monday, June 28, 2021 8:22 AM

জনাইয়ের মিষ্টি মেয়ে মিঠাই এখন মনোহারা বাড়ির বৌমা। ,মিষ্টি মেয়েটির মিষ্টি কাহিনি মন জয় করে নিয়েছে গোটা বাংলার দর্শকের। নতুন বছরে জানুয়ারী মাসে এই ধারাবাহিকের পথচলা শুরু হয়েছে। মাত্র কয়েক দিনেই এই ধারাবাহিক জনপ্রিয়তার শিখরে উঠে গিয়েছে। এমনকি লকডাউনের মধ‍্যে শুটিংয়ের হাজারো সমস‍্যা নিয়েও টিআরপির দৌড়ে মিঠাই প্রথম। দিন যত যাচ্ছে মিঠাই আর তাঁর উচ্ছেবাবুর রসায়ন জমে গেছে টেলিভিশনের পর্দাতে।

ওয়ার্ক ফ্রম হোম শ্যুটিং শেষ এবার শ্যুটিং ফ্লোরে মিঠাইয়ের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। বরাবরের মতো এবারেও চমক। মিঠাই ভূত সেজে সিদ্ধার্থকে ভয় ও দেখিয়েছে। সিড আর মিঠাইয়ের দুষ্টু মিষ্টি অভিমান, একে অপরের মিমিক্রি এগুলো মা কাকিমার খুব প্রিয়। তবে এসবের মাঝেই গ্রেপ্তার হলেন সকলের আদুরে মিঠাই। কিন্তু কেন? হঠাৎ করেই গ্রেফতার হতে হলেন সৌমিতৃষা। এই খবর জানা গেছে স্যোশাল মিডিয়ার মাধ্যমে। অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে এক ভয়ানক অভিযোগ। তবে ধারাবাহিকের মতো রিলেও বেশ মিষ্টি স্বভাবের মেয়ে হলেন সৌমিতৃষা। তাহলে এত মিষ্টি মেয়েকে গ্রেপ্তারের ফরমান জারি হল কেন?

অভিনেত্রী গ্রেফতার হয়েছেন চুরির দায়ে। কিন্তু এই সোনা হীরে চুরি নয়। তাহলে কি চুরি করেছেন অভিনেত্রী? এক লক্ষ তেইশ হাজার অনুগামীর মন চুরি করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা। হ্যাঁ নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই সংখ্যক অনুরাগীর মনে জায়গা করেছেন মিঠাই। তাই তাকে এই কারনেই গ্রেফতার করা হয়েছে। এরকম একটি খবর পেয়ে নিজেই বেশ খুশী হয়েছেন অভিনেত্রী। তার একটি বিশেষ ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই সুখবর।

এই ধারাবাহিকে নেই কোনো কুটকাচালি নেই হিংসা। নেই শ্বাশুড়ি বৌমার বিবাদ, নেই দুই জায়ের ঝামেলা বা কোনো রেষারেষি। শুধুমাত্র রয়েছে নির্ভেজাল মজা আনন্দ ও ভালোবাসা যৌথ পরিবারে। এই জন্য এই ধারাবাহিক এই কঠিন পরিস্থিতিতে হাজার যৌথ পরিবারের মন জয় করে নিয়েছে হাজার হাজার মানুষের মন। এভাবেই বাড়তে থাকুক মিঠাইয়ের প্রতি দর্শকদের ভালোবাসা। সৌমিতৃষা ও এইভাবে সহজ সরল অভিনয় দিয়ে এগিয়ে যাক।