Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Soumitrisha Kundu: ‘মিঠাই’ সৌমিতৃষার পায়ে চোট! চিন্তায় ঘুম উড়ল মিঠাই ফ্যানেদের! চোট নিয়ে করছেন শ্যুটিং

Updated :  Monday, October 25, 2021 5:45 AM

দর্শকদের ভালোবাসায় আর গোপালের আশীর্বাদে মোদক পরিবারের বড় বৌমা মিঠাইরানী আর বড় ছেলে সিদ্ধার্থ এখন ব্যাপক জনপ্রিয়। আর মিঠাই-সিড থুরি তুফান মেল আর উচ্ছেবাবুর খুনসুটি, ঝগড়া আর ভালোবাসার দৈলতে মিঠাই ধারানাহিক টানা ৬ মাসের বেশি সময় ধরে বেঙ্গল টপার। এই ধারাবাহিকে যেমন প্রাণোচ্ছল মিঠাইরানি তেমনটাই বাস্তবেও একই রকম। অভিনেত্রী সৌমিতৃষা নিজের অভিনয় আর মিষ্টতা দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। প্রতিদিন এখন দর্শকের মিঠাই দেখা চাই চাই।

কিন্তু মিঠাই এখন নিজেই ভালো নেই। না ধারাবাহিকে মিঠাই রানীর কিছু হয়নি। বাস্তবে পায়ে চোট পেয়েছেন সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিকের মতো বাস্তবেও অভিনেত্রী গোপাল ঠাকুরকে মানে। গোপাল সবসময়ই ‘হেলেপ’ করে মিঠাইরানিকে। এখনো নিজের গোপালের উপরই ভরসা রাখছেন সৌমিতৃষ । কারণ বিপদের মুখে পড়েছেন বাংলা টেলিভিশনের এক নম্বর ধারাবাহিকের নায়িকা। সম্প্রতি পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। মিঠাই অনুগামীদের এ কথা অজানা নয়, সৌমিতৃষা খুব ছটপটে একটা মেয়ে। সারাদিন শ্যুটিং সেটে দাপিয়ে বেড়ায়।

Soumitrisha Kundu: 'মিঠাই' সৌমিতৃষার পায়ে চোট! চিন্তায় ঘুম উড়ল মিঠাই ফ্যানেদের! চোট নিয়ে করছেন শ্যুটিং

আর এরআচমকাই পায়ে চোট পেল সে।  সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের নিজেই নিজের আঘাতের কথা জানিয়েছে। ছবি দেখে মনে হচ্ছে খুব সম্ভবত পায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন অভিনেত্রী। আপাতত অভিনেত্রীর অ্যাঙ্কেল ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বাঁধা রয়েছে, সঙ্গে বাড়তি প্রোটেকশনের জন্য এনটি নি-ক্যাপ পরে রয়েছেন সৌমিতৃষা। এই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন ‘কঠিন সময়ে পড়লে সাহায্যের জন্য ভগবানকে ডাকুন’।

Soumitrisha Kundu: 'মিঠাই' সৌমিতৃষার পায়ে চোট! চিন্তায় ঘুম উড়ল মিঠাই ফ্যানেদের! চোট নিয়ে করছেন শ্যুটিং

মিঠাইরানির পায়ের এই দশা খেতে উদ্বিগ্ন হয়ে অনুরাগীরা। মন ভালো নেই মিঠাইয়ের সহকর্মী সহ অনুরাগীদের। সকলেই প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন। এই মুহূর্তে মিঠাই ধারাবাহিকের খুবই গুরুত্বপূর্ণ কিছু এপিসোড চলছে এই সময়, তাই চাইলেও এই সময় শ্যুটিং থেকে কোনভাবে ছুটি নিতে পারবেন না সৌমিতৃষা। অভিনেত্রী হাল ছাড়ার পাত্র নয় পায়ে চোট নিয়েও পুরোদমে মিঠাইয়ের শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। তাই এই সময় গোপালকেই ডাকছেন তুফান মেল।