ফিল্মি ডায়লগে ব্রিগেড সমাবেশ কাঁপালেন “ভূমিপুত্র” মিঠুন চক্রবর্তী, দেখে নিন সেই ডায়লগ
মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করে বললেন, "রাজনীতি আমি বুঝি না। আমি ভালোর পক্ষে।"
একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে আজ কলকাতার ময়দানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিকে নজর রয়েছে গোটা বঙ্গবাসীর। মোদির উপস্থিতিতে কলকাতার ময়দানে একপ্রকার জনপ্লাবন নেমেছে। আর মোদির সাথে সমাবেশে এনার্জি ফিরিয়ে এনেছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান। মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করেই ফিল্মি ডায়লগে মাতিয়ে তুলেছিলেন গোটা ব্রিগেড সমাবেশ।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করার পর উপস্থিত জনতা মিঠুন চক্রবর্তীকে তার পুরোনো সংলাপ বলতে অনুরোধ করে। সবার প্রিয় মিঠুনের ডায়লগ, “মারবো এখানে লাশ পড়বে শশানে” দিয়ে বক্তৃতা শুরু করেন মহাগুরু। তারপর সমাবেশের সাথে খাপ খাইয়ে তিনি ডায়লগ দেন, “আমি গর্বিত, আমি বাঙালি”। এটাও তার “আমি সুভাষ বলছি” সিনেমার সংলাপ। তারপর মিঠুন চক্রবর্তী রাজ্য চলা অরাজকতার প্রসঙ্গ তুলে বলেছেন, “আমি জলঢোঁড়াও নয় বেলে বোড়াও নয়। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি বানিয়ে দেবো।”
বিজেপি যোগদান করে মিঠুন চক্রবর্তী আজ বলেছেন, “পার্টিকে রাজনীতির সঙ্গে যুক্ত করাটা ছেড়ে দিন। মানবিকতার দৃষ্টিতে দেখবেন। বিজেপি একমাত্র পার্টি যারা ভালো কিছু কাজ করছে। আমি ভালোর পক্ষে। ইতিবাচক মানসিকতা নিয়ে পথ চলতে পছন্দ করি। রাজনীতি ঠিক কি আমি বুঝিনা। আমি যেটা বুঝি সেটা হল মনুষ্য নীতি। মানুষের জন্য কাজের সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ি।”