ব্রিগেডে বক্তব্য রাখবো, কিছু তো হবেই, বলেছেন মিঠুন চক্রবর্তী
গতকাল অর্থাৎ শনিবার কলকাতায় এসে বেলগাছিয়ায় কৈলাস বিজয়বর্গিয়ের সঙ্গে বৈঠক সেরেছেন মহাগুরু।
আজকে হতে চলেছে বিজেপির মহা কর্মসূচি। ব্রিগেড সমাবেশ। আর এই ব্রিগেড সমাবেশে একের পর এক চমক দিতে প্রস্তুত বিজেপি। এবারের ব্রিগেডে উপস্থিত থাকবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। গতকাল অর্থাৎ শনিবার কলকাতায় এসে বেলগাছিয়ায় কৈলাস বিজয়বর্গিয়ের সঙ্গে বৈঠক সেরেছেন মহাগুরু। তারপর, তিনি ঘোষণা করে দেন, ব্রিগেডে শুধু উপস্থিত থাকা না, এদিন ব্রিগেডে তিনি বক্তব্য রাখতে চলেছেন। এছাড়াও কৈলাস ওই বৈঠকের একটি ছবি টুইট করে জল্পনা আরো বাড়িয়ে দেন। আর তার মধ্যেই জল্পনা শুরু হচ্ছে এবারের নির্বাচনে মিঠুনকে টিকিট দেওয়া নিয়ে।
এবারের বিধানসভা নির্বাচন একেবারে তারকা খচিত। রবিবার ব্রিগেডে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে আসছেন মিঠুন। তার আগেই বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গিয়ের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেললেন মিঠুন। এই বৈঠকের পরে টুইটারে কৈলাস লেখেন, গভীর রাতে দীর্ঘক্ষণ সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠক হলো। দুঃস্থদের প্রতি তার ভালোবাসা এবং তার দেশপ্রেম দেখে মন খারাপ হয়ে গেলো।
এছাড়াও এদিন বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বলেছেন, অনেক বড়ো ঐতিহাসিক ব্রিগেড হবে আজকে। বহু মানুষ আসছেন এই ব্রিগেডে। মহিলারাও আসছেন। উত্তরবঙ্গ থেকেও অনেকে আসছেন। এবারের লক্ষ্য নবান্ন, তাই প্রথম দুই দফার নির্বাচনী প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রাজ্য বিজেপি। সেখানেও আছে বেশ চমক। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন মমতার বিপরীতে। আর এবারে মোদির ব্রিগেড এর মাধ্যমে শুরু হচ্ছে বিজেপির প্রচারাভিযান। বিজেপির টার্গেট এই সমাবেশে ১০ লক্ষ লোক নিয়ে আসার।
এই অবস্থায় মিঠুন চক্রবর্তী যদি ব্রিগেডে বক্তৃতা রাখেন, তাহলে বেশ জোরদার কর্মসূচি শুরু করবে বিজেপি। নিলবাড়ির লক্ষ্যে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। ব্রিগেড সমাবেশ ১০ লাখ মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছে বিজেপি। তার মধ্যেই আজকে ব্রিগেডে মিটিং করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতএব আজকের এই ব্রিগেড সমাবেশ বাংলার রাজনৈতিক আকাশে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।