Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মিঠুন চক্রবর্তীর ছেলে ভোজপুরি নায়িকা অক্ষরা সিংয়ের ফ্যান, একসঙ্গে কাজ করবেন বলে জানালেন ‘ব্যাড বয়’

Updated :  Friday, April 21, 2023 7:27 PM

টলিউড থেকে বলিউড, দেশজুড়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আট থেকে আশি সবাই চেনেন। অসম্ভব সুন্দর অভিনয় দক্ষতা এবং সেইসাথে মনমুগ্ধকর ডায়লগ ডেলিভারি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। এবার এই মিঠুন চক্রবর্তীর ছেলে পা দিচ্ছেন লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে। সম্প্রতি পাটনায় ‘ব্যাড বয়’ ছবির প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমাশি চক্রবর্তী। আর সেখানে সাক্ষাৎকারে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে নমাশি চক্রবর্তী ভোজপুরীর সুন্দরী অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে একটি ছবি করতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন। নমাশি চক্রবর্তীও অক্ষরা সিংয়ের একজন বড় ভক্ত এবং তার সাথে হিন্দি এবং ভোজপুরীতে চলচ্চিত্র করতে আগ্রহী। আসলে পাটনায় সাক্ষাৎকারের সময় নমাশিকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কোনদিন ভোজপুরি সিনেমাতে কাজ করতে চান নাকি? এর উত্তরেই মিঠুন চক্রবর্তীর ছেলে জানিয়েছেন যে তিনি অক্ষরা সিংয়ের বড় ভক্ত। সুযোগ পেলে তিনি অক্ষরার সাথে সিনেমায় কাজ করতে চান।

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের বড় পরিচালক রাজকুমার সন্তোষীর চলচ্চিত্র থেকে ‘ব্যাড বয় ফিল্ম’ দিয়ে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করছেন নমাশি চক্রবর্তী। আর সেই ছবি প্রচার নিয়েই চলছে হইচই। এরপর মিঠুন চক্রবর্তীর ছেলে আদৌ ভবিষ্যতে কখনো ভোজপুরি সিনেমা করবে নাকি সেটা দেখা সময়ের অপেক্ষা মাত্র। তবে এটা নিশ্চিত যে নতুন প্রজন্মের তারকাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ভোজপুরি কুইন অক্ষরা সিংয়ের।