Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

MX প্লেয়ারে এসে গেল সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, ভুলেও হেডফোন ছাড়া দেখবেন না

Updated :  Saturday, October 14, 2023 4:43 PM

২০২০ সালের পর বলিউড সিনেমার থেকে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে ওয়েব সিরিজের। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্ম Ullu কিংবা MX Player-এ মুক্তি পাওয়া সাহসী ওয়েব সিরিজ গুলি বেশি পছন্দ করেছেন নেটিজেনরা। আজকাল উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করা হচ্ছে। যেখানে বেশিরভাগ ওয়েব সিরিজ উষ্ণ রোমান্সে ভরপুর। ফলে এইসব ওয়েব সিরিজ দেখতে আজকাল বেশিরভাগ মানুষ ভিড় জমাচ্ছেন OTT প্ল্যাটফর্ম গুলোতে। ডিজিটাল মার্কেটে যে সমস্ত ওয়েব সিরিজ বেশি ভিউ পাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাডাল্ট ওয়েব সিরিজ।

আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য দুর্দান্ত একটি তথ্য নিয়ে এসেছি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, সম্প্রতি MX Player-এ মুক্তি পেয়েছে একটি সাহসী ওয়েব সিরিজের ট্রেলার। “মিয়া বিবি অর মার্ডার” নামের এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় থাকছেন রাজিব খান্ডেলওয়াল এবং মঞ্জরী ফাডনিস। গত মঙ্গলবার এর সংক্ষিপ্ত ট্রেলার মুক্তি পেয়েছে MX Player-এ। যেখানে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে উষ্ণতা ছড়ানো দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, কারোর সামনে এই ওয়েব সিরিজটি দেখবেন না। এটি দেখতে হলে অবশ্যই হেডফোনের সাথে নিরিবিলি স্থান বেছে নিতে হবে আপনাকে।

যদি এই থ্রিলার ওয়েব সিরিজের কথা বলি, তবে এতে রাজিব একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে তার সঙ্গে তার বাড়ির কাজের মেয়ের একটা সম্পর্ক চলছে। অন্যদিকে, তার স্ত্রী মঞ্জরীর এক অন্য পুরুষের সাথে সম্পর্ক চলছে। এই দুই সম্পর্ক নিয়েই এই সিরিজের পুরো প্লট। সুনীল মঞ্চনদা দ্বারা পরিচালিত এই ওয়েব সিরিজের প্রতিটি দৃশ্যে আপনি পাবেন রোমাঞ্চকর অনুভূতি। সাথে গা ছমছমের থ্রিলার দৃশ্য। ৭ ঘন্টার এই ওয়েব সিরিজের প্রতিটি মুহূর্তে আপনি ঘাম ঝরানো দৃশ্যও দেখতে পাবেন।