Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কি পরামর্শ নিতে মোদী-অভিজিৎ সাক্ষাৎ! জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

Updated :  Sunday, October 20, 2019 8:36 AM

তাঁকে নিয়ে গেরুয়া শিবিরের তীর্যক মন্তব্যের মাঝেই নিঃশব্দে দেশে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। একটি বই প্রকাশ উপলক্ষ্যে আজ রাতেই নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন তিনি। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। প্রায় ৩০ মিনিট তাঁদের আলোচনা হওয়ার কথা।

বাঙালী অর্থনীতিবিদের নোবেল জয়ের খবর পেয়েই অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। অভিজিৎ সম্পর্কে প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তবে তাঁর দলের অন্যান্য নেতারা তীর্যক মন্তব্য করেন এই অর্থনীতিবিদকে নিয়ে। রেলমন্ত্রী পিযুষ গয়াল নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে ‘বামঘেঁষা’ বলে দাগিয়ে দেন। অপর বিজেপি নেতা রাহুল সিনহা অভিজিতের দ্বিতীয় বিদেশিনী স্ত্রী নিয়ে কটাক্ষ করেন। তবে এ সবের মাঝে অভিজিতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

নোটবন্দির সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অভিজিৎ। সেই নোবেলজয়ীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাই তাদের বৈঠক ঘিরে আগ্রহ বাড়ছে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের।