Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জিততে মরিয়া বিজেপি, নির্বাচনের আগেই তিনটি পেট্রোলিয়াম প্রকল্পের উদ্বোধন হল বিহারে

Updated :  Sunday, September 13, 2020 6:26 PM

ভারতঃ সামনেই বিহারের নির্বাচন, তার মাঝেই বিহারে তিনটি পেট্রোলিয়াম প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯০০ কোটির বেশি ব্যয়ে মোট ৩টি প্রকল্পের উদ্বোধন হয়েছে রবিবার। পারাদ্বীপ-হলদিয়া পাইপ লাইনের সেকশনের দুর্গাপুর বাঁকা সেকশন ও বাঁকা ও চম্পারণে দুটি এলপিজি বটলিং প্ল্যান্ট এই তিনটি প্রকল্প হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশসহ বিহারের একাংশের মানুষ  রান্নার গ্যাসের সিলিন্ডারও পাবেন বলে জানানো হয়েছে। তিনি এও জানান, গত ১৫ বছরে বিহার দেখিয়ে দিয়েছে, রাজ্যের মানুষ যদি ঠিক সরকার নির্বাচন করে তাহলে সরকারি প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছয়।

এদিন তার বক্তব্যের মাঝে সাফ প্রকাশ পাওয়া যায় তিনি বিহারেও বিজেপির জেতার সম্ভাবনাই দেখছে। কারণ আর কিছুদিন বাদে নির্বাচন আর তার আগেই এই নতুন প্রকল্প তো জেতারই পূর্ব প্রস্তুতি।