Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মোদি-শাহের ১০ কোটি ডলারের মামলা খারিজ আমেরিকায়

Updated :  Tuesday, December 15, 2020 8:44 PM

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ১০ কোটি ডলারের মামলা, তাও আবার আমেরিকায়। তবে ধোপে টিকল না সেই মামলা। মার্কিন আদালত খারিজ করে দিল সেই মামলা।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত বছরের ১৯ সেপ্টেম্বর টেক্সাসে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের ঠিক আগেই মোদি-শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কাশ্মীর খলিস্থান গণভোট ফ্রন্ট, টিএফকে ও এসএমএস নামক তিনটি সংগঠন। সেই মামলার দুটি শুনানিতেই অভিযোগকারীদের পক্ষ থেকে কেউ হাজির না হওয়ায় গত ৬ অক্টোবর বিচারপতি ফ্রান্সিস এইচ স্টেসি মামলা খারিজ করে দেওয়ার সুপারিশ করেন। সেই মতোই গত ২২ অক্টোবর টেক্সাসের ডিস্ট্রিক কোর্টের বিচারপতি অ্যান্ড্রু এস হ্যানেন মামলাটি খারিজ করে দেন।

কাশ্মীর খলিস্থান গণভোট ফ্রন্ট ছাড়া বাকি যে দুটি সংগঠন প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ ও লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎ সিং ঢিল্লোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ১০ কোটি মার্কিন ডলার জরিমানা দাবি করেছিল, তাদের এখনও অবধি চিহ্নিত করা যায়নি। এতদিন অভিযোগকারীদের হয়ে মামলা লড়ছিলেন গুরপাতওয়ান্ত সিং পান্নুন।

২০১৯ সালের ২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাউডি মোদি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ হাজারেরও বেশি ভারতীয় আমেরিকানদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এই অনুষ্ঠানের তিনদিন আগেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে দুটি ভিন্ন রাজ্যে ভেঙে দেওয়ার বিরুদ্ধেই অভিযোগ এনেছিল খলিস্তানী ওই সংগঠন।

আদালতের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি হিউস্টনে ভারতীয় কনস্যুলেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মোট তিনজনের বিরুদ্ধে শমন জমা দেয় ওই সংগঠন। তবে ২ অগস্ট ও ৬ অক্টোবর আদালতের শুনানিতে কাশ্মীর খলিস্থান গণভোট ফ্রন্টের তরফে কেউ উপস্থিত না হওয়ায় মামলা খারিজ করে দেওয়ার প্রস্তাব দেন বিচারপতি। দু সপ্তাহ পরে খারিজ করে দেওয়া হয় সেই মামলা।