লক্ষাধিক কর্মচারীকে বড় উপহার দিল মোদী সরকার, এখন DA-এর পরে বাড়বে মূল বেতন!

এলআইসি কর্মীদের জন্য দারুণ খবর। এলআইসি কর্মীদের মূল বেতন ১৭ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এর ফলে প্রায় ১ লক্ষ কর্মচারী এবং প্রায় ৩০ হাজার পেনশনভোগী সরাসরি উপকৃত…

Avatar

এলআইসি কর্মীদের জন্য দারুণ খবর। এলআইসি কর্মীদের মূল বেতন ১৭ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এর ফলে প্রায় ১ লক্ষ কর্মচারী এবং প্রায় ৩০ হাজার পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। রিপোর্ট অনুযায়ী, অগাস্ট থেকে কার্যকর হওয়া এই বৃদ্ধির ফলে সংস্থার বার্ষিক খরচ হবে ৪,০০০ কোটি টাকা। ১৫ মার্চ, বিএসইতে এলআইসির শেয়ার ৩.৪ শতাংশ কমে ৯২৬ টাকায় বন্ধ হয়েছে। সম্প্রতি সরকার মহার্ঘ ভাতা (ডিএ) ৫০ শতাংশ বাড়ানোর পরে এই বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছে ৪ শতাংশ।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের টেক হোম স্যালারি প্যাকেজ বাড়তে চলেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, এইচআরএ বৃদ্ধির জন্য শহরগুলিকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলি হল এক্স, ওয়াই এবং জেড। যদি কোনও এক্স বিভাগের কর্মচারী শহর / শহরে বাস করেন তবে তার এইচআরএ ৩০ শতাংশে বৃদ্ধি পাবে।

লক্ষাধিক কর্মচারীকে বড় উপহার দিল মোদী সরকার, এখন DA-এর পরে বাড়বে মূল বেতন!

একইভাবে ওয়াই ক্যাটাগরির জন্য এইচআরএ-র হার হবে ২০ শতাংশ এবং জেড ক্যাটাগরির জন্য ১০ শতাংশ। গত মাসে, LIC ডিসেম্বর 2023 (Q3FY24) শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকে নিট মুনাফায় 49 শতাংশ বেড়ে 9,444 কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে দেশের বৃহত্তম বিমা সংস্থাটির নিট মুনাফা ছিল ৬,৩৩৪ কোটি টাকা। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার নেট প্রিমিয়াম আয় বেড়ে দাঁড়িয়েছে ১,১৭,০১৭ কোটি টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ১,১১,৭৮৮ কোটি টাকা।