Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘরে বসেই কেন্দ্র সরকারের থেকে পেয়ে যান ১০ লাখ টাকার লোন, লাগবে না প্রসেসিং ফি

Updated :  Saturday, July 16, 2022 2:51 PM

গত কয়েক বছরে করোনার কারণে অনেকেই নিজের চাকরি হারিয়েছেন। সকলেই এখন চেষ্টা করছেন যে কিছু ছোটখাটো ব্যবসা খুলে পরিবারের দায়িত্ব সমালোতে। কিন্তু ছোটখাটো ব্যবসা হলেও শুরু করতে বেশ ভালো পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে থাকে। তাই বহু মানুষের কথা ভেবে কেন্দ্রের মোদি সরকার বিভিন্ন জনহিতকারী প্রকল্প এনেছে যা আপনার ব্যবসার শুরর চাবিকাঠি হতে পারে। জানা গিয়েছে, ব্যবসা শুরু করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। কিন্তু কি করে পাবেন? জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কেন্দ্রের মোদি সরকার বর্তমানে একটি “ই মুদ্রা লোন” এর সুবিধা দিতে চলেছে যা নিয়ে আপনি খুব সহজেই একটি ছোটখাটো ব্যবসা খুলে নিতে পারবেন। আসলে ব্যবসা খোলার আগে ঋণ নেওয়ার কথা ভাবলেও গ্যারেন্টার, সুদের চড়া হার ইত্যাদি আপনাকে পিছপা হওয়াতে বাধ্য করে। তবে এবার সেই মুশকিল আসান করল কেন্দ্র সরকার। জানা গিয়েছে খুব সহজেই পাওয়া যাবে ঋণ এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল কোনো গ্যারান্টি ছাড়াই এই লোন পাওয়া যাবে। লোন নেওয়ার আগে প্রসেসিং ফিতেও ছাড় দিচ্ছে কেন্দ্র সরকার।

তিন ধরনের ঋণ পাওয়া যাবে এই মুদ্রা লোন প্রকল্পের মাধ্যমে। শিশু ঋণ প্রকল্পে নিলে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন। তবে কিশোর ঋণ প্রকল্প এবং তরুণ ঋণ প্রকল্পে আপনি যথাক্রমে ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকা পর্যন্ত পাবেন। আপাতত এই লোন নিলে নির্দিষ্ট কোনো সুদ নেই। তবে ন্যূনতম ১২ শতাংশ হারে সুদ থাকবেই। এবার একটাই প্রশ্ন কোথা থেকে এবং কিভাবে পাবেন এই লোন?

জানা গিয়েছে, যেকোনো ব্যাংক থেকেই এই ঋণ পাওয়া যাবে। আপাতত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৭ টি সরকারি ব্যাংক, ৩১ টি গ্রামীণ ব্যাংক, ১৭ টি বেসরকারি ব্যাংক, ৪ টি সমবায় ব্যাংক, ৩৬ টি মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান এবং ২৫ টি নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলিকে এই ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে। এই ঋণ পেতে গেলে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.mudra.org.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তারপর আপনার ঋণের আবেদন মঞ্জুর হবে।