নিউজ

মোদী সরকার দিচ্ছে ২০ লক্ষ টাকা লোন, জেনে নিন কি করতে হবে!

Advertisement

দেশের অর্থ ব্যবস্থার গতি কমে গিয়েছে৷ এর দরুন রোজগার কমে গিয়েছে৷ এই জন্য মুদ্রা স্কিমের লিমিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৪ সদস্যের একটি কমিটি রিজার্ভ ব্যাঙ্কে রিপোর্ট জমা দিয়েছে এই বিষয়ে৷ রিপোর্টে MSME ও স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২০ লক্ষ টাকা লোন দেওয়ার সুপারিশ করা হয়েছে৷ আপনি কী নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রয়েছে মোদি সরকারের মুদ্রা যোজনা৷ মুদ্রা যোজনায় ব্যবসা শুরু করার জন্য এবার বিনা গ্যারেন্টিতে পাবেন ২০ লক্ষ টাকা। এর আগে ১০ লক্ষ টাকার লোন পাওয়া যেত।

MSME মন্ত্রী নীতিন গড়করি লোকসভায় এই বিষয়ে সুপারিশ করেছে যাতে এই যোজনায় ১০ লক্ষের পরিবর্তে ২০ লক্ষ টাকা লোন দেওয়া হয়। বর্তমানে মুদ্রা যোজনায় তিন ধরনের লোন পাওয়া যায়। ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় তরুণ লোনে, ৫০০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় শিশু লোনে এবং ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে কিশোর লোনে।

Related Articles

Back to top button