Bank Account খোলার নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে মোদি সরকার, কী হতে চলেছে নতুন বিধান
ব্যাংক একাউন্ট এবং সিম কার্ডের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে সরকার
আপনি কি কিছুদিন আগেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, অথবা আর কিছুদিনের মধ্যে নতুন ব্যাংক একাউন্ট খুলতে চলেছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় সংবাদ। বলতে গেলে ভারত সরকার আপনার জন্য এই নির্দেশিকা নিয়ে এসেছে। সারা ভারতে ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি বন্ধ করতে সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার অন্তর্গত, একটি নতুন নিয়ম আনার পরামর্শ দিয়েছে সরকার। এর অধীনে ব্যাংক একাউন্ট খোলা এবং নতুন সিম দেওয়ার নিয়মের ক্ষেত্রে আরো কঠোরতা প্রয়োগ করা হবে। তাই যদি আপনি কিছুদিন আগেই ব্যাংক একাউন্ট খুলে থাকেন অথবা আর কিছুদিনের মধ্যে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে আপনার এই নতুন নিয়মের ব্যাপারে অবশ্যই জানা উচিত।
আপনারা প্রায় সকলেই জানেন এই মুহূর্তে ভারতে অনলাইন জালিয়াতি ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ব্যাংক একাউন্টে জালিয়াতি ঠেকাতে বেশ কিছু ব্যাংক তাদের গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তবুও সব সময় যে সঠিক ভাবে জালিয়াতি ঠেকানো যাবে সেটা বলা যায় না। তাই এবারে সরকার এই নিয়মে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এর অধীনে নতুন মোবাইল সিম নেওয়া এবং ব্যাংক একাউন্ট খোলার বিষয়ে বড় কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। জানা যাচ্ছে এবার থেকে কোন ব্যক্তি অন্য ব্যক্তির বিবরণ ব্যবহার করে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না।
মিডিয়া রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আগামী সময় গ্রাহকদের শারীরিক ভাবে যাচাই করার পর এই টেলিকম অপারেটর এবং ব্যাংক একাউন্ট খুলতে পারবে অথবা সিম কার্ড দিতে পারবে। বর্তমানে যখনই কেউ একটি ব্যাংক একাউন্ট খোলার জন্য আবেদন করেন অথবা সিম কার্ড পাওয়ার জন্য আবেদন করেন, তাকে অনলাইন কেওয়াইসি করাতে হয়। তবে এবারে অনলাইন কেওয়াইসির পাশাপাশি ওই ব্যক্তিকে শারীরিকভাবেও যাচাই করা হবে। সম্পূর্ণভাবে যাচাই করার পরেই ওই ব্যক্তিকে সিম কার্ড দেওয়া হবে অথবা তার নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। খুব শীঘ্রই এই নতুন নিয়ম প্রবর্তিত হতে চলেছে ভারতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ এবং টেলিকম মন্ত্রণালয়ের সঙ্গে পর্যালোচনা শুরু করেছে। খুব শীঘ্রই এই নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে একটি রোডম্যাপ চালু করা হবে। বলেও জানা যাচ্ছে সরকারের তরফ থেকে।