দেশের সাধারণ মানুষের জন্য মোদি সরকার বরাবরই নানা রকমের প্ল্যান নিয়ে এসেছে। বিগত কয়েক বছরে মোদি সরকারের এইসব পরিকল্পনা ভারতের সাধারণ মানুষকে নানাভাবে সাহায্য করেছে। তবে সম্প্রতি এরকম একটি প্ল্যানের ব্যাপারে সব জায়গায় ব্যাপক কথা হচ্ছে। সব মহল থেকেই মোদি সরকারের প্রশংসা করা হচ্ছে এই আকর্ষণীয় প্রকল্পের জন্য। এই প্ল্যান হলো আদতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের অধীনে, মোদি সরকার এখন মানুষের অ্যাকাউন্টে
২,০০০ টাকা স্থানান্তর করতে চলেছে এবং শীঘ্রই লোকেরা এই টাকা পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় মোদী সরকার কৃষকদের কাছে ২,০০০ টাকা পাঠাবে বলেই জানা যাচ্ছে।
পিএম কিষাণ স্কিম
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সারা ভারতে কৃষকদের জন্য অনেক প্রয়োজনীয় সুবিধা নিয়ে এসেছে। কৃষকরা তাদের স্থিতি পরীক্ষা করতে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে পারেন। খুব শীঘ্রই কৃষকরা PM কিষানের ১৪ তম কিস্তি প্রকাশের তারিখের আপডেট পেতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সঙ্গে যুক্ত কৃষকরা ২,০০০ টাকার সুবিধা পাবেন সরকারি তরফে।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মানদণ্ড
তবে, জানিয়ে রাখি, সমস্ত প্রকল্পের মতোই এই প্রকল্পের ক্ষেত্রেও কিছু মানদন্ড রয়েছেই। যে সমস্ত কৃষক প্রয়োজনীয় মানদণ্ডগুলি পূরণ করে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এর মধ্যে আছে, দুই হেক্টর পর্যন্ত কৃষি জমির মালিকানা, একটি বৈধ আধার কার্ড থাকার মত বিষয়। এছাড়াও, কৃষকরা ই-কেওয়াইসি, আধার লিঙ্কিং এবং পিএম কিসানের অফিসিয়াল ওয়েবসাইটে মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside