নিউজদেশ

Free Treatment by Modi Government: সিনিয়র সিটিজেনরা পাবেন ৫ লাখ টাকার ফ্রি ট্রিটমেন্ট, দীপাবলিতে বড় উপহার মোদী সরকারের

মোদী সরকারের প্রকল্পের আওতায় ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন

Advertisement

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশের প্রবীণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রকল্প শুরু করেছেন, যার নাম “আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা” (AB-PMJAY)। এই প্রকল্পের আওতায় ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন। বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। এর ফলে, দেশের প্রবীণ নাগরিকরা সরকারি প্যানেলের তালিকাভুক্ত হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন বিনামূল্যে।

বিনামূল্যে চিকিৎসা পাবেন সিনিয়ার সিটিজেনরা

বর্তমানে, এই প্রকল্পের আওতায় প্রায় ৪.৫ কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ ইতিমধ্যেই উপকৃত হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের একটি অন্যতম আকর্ষণীয় দিক হলো, প্রত্যেক প্রবীণ নাগরিককে একটি বিশেষ আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়। এই কার্ডটি ব্যবহার করে তারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। আয়ুষ্মান কার্ডটি পাওয়ার জন্য নাগরিকদের অনলাইনে আবেদন করতে হয় এবং এটি PMJAY-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। আসুন, জেনে নিই কীভাবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা যাবে।

আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া:

১) সর্বপ্রথম PMJAY-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Beneficiary” অপশনটি ক্লিক করতে হবে।

৩) তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৪) এরপর মোবাইল নম্বরে প্রাপ্ত OTP প্রবেশ করুন।

৫) OTP প্রবেশ করার পর আপনাকে নতুন একটি পেজে রি-ডাইরেক্ট করে নেবে।

৬) এরপর আপনার প্রয়োজনীয় স্কিমটি নির্বাচন করুন।

৭) PMJAY স্কিম নির্বাচন করার পর আপনার রাজ্য, জেলা, এবং সাব-স্কিম সিলেক্ট করুন।

৮) এরপর নিজের নাম, ঠিকানা, আধার কার্ডের তথ্য, ফ্যামিলি আইডি বা PMJAY আইডি ব্যবহার করে দেখুন আপনি আয়ুষ্মান কার্ডের যোগ্য কিনা।

৯) এবার নতুন একটি পেজ খুলবে, যেখানে আপনি আপনার পরিবারের সদস্যদের তথ্য দেখতে পাবেন। কারা এই স্কিমে নিবন্ধিত আছে সেই সম্পর্ক বিস্তারিত জানতে পারবেন।

১০) এরপর প্রত্যেক সদস্যের নামের পাশে ডাউনলোড অপশনটি দেখতে পাবেন।

১১) ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের তথ্য এবং মোবাইল নম্বর প্রবেশ করান।

১২) এরপর আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এই কার্ডে উল্লেখিত QR কোড বা PMJAY আইডি ব্যবহার করে বিনামূল্য চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

Related Articles

Back to top button