ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মহিলাদের জন্য সরকার নিয়ে এলো দারুন স্কিম, পাবেন ১৫ হাজার টাকার সুবিধা

এই প্রকল্প ভারতের মহিলাদের উন্নয়নকল্পে ব্যবহার করতে চলেছে সরকার

Advertisement

কেন্দ্রীয় সরকার দেশের মহিলাদের জন্য নিয়ে এসেছে একটি এমন প্রকল্প যেখানে তাদের আর্থিক সুবিধা সরাসরি প্রদান করবে সরকার। দেশের সরকার এবারের বাজেট পেশ করার সময় ঘোষণা করে দিয়েছিল, যদি মহিলারা ২ লক্ষ টাকা জমাতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন বড়ো সুবিধা। দেশের সরকারের তরফ থেকে একটি নতুন সুবিধা নিয়ে আসা হয়েছে ভারতের মহিলাদের জন্য, যার নাম দেওয়া হয়েছে, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। চলুন দেখে নেয়া যাক, এই প্ল্যানে কিভাবে আপনি সুবিধা পাবেন।

সরকারের তরফে যে স্কিম নিয়ে আসা হয়েছে তার মধ্যে মহিলারা ২০২৫ সালের মধ্যে বিনিয়োগ করলে ২ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে তারা ৭.৫ শতাংশ করে সুদ পাচ্ছেন। সবথেকে বড় ব্যাপার হলো, এই সুদের উপরে কোনো কর দিতে হবে না। এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে গিয়ে আপনাকে জরুরি সমস্ত নথি জমা করতে হবে। অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে। নথি পত্রের মধ্যে শুধুমাত্র আধার কার্ড ও প্যান কার্ড থাকতে হবে ওই মহিলার।

আধার কার্ড ও প্যান কার্ডের মধ্যে নাম একেবারে একই হতে হবে। সঙ্গে থাকতে হবে একই মোবাইল নম্বর যেখানে আপনাকে একটি ওটিপি দিতে হবে। এছাড়া একটি ইমেইল আইডি দিতে হবে আপনাকে। মহিলারা এই প্রকল্পে টাকা জমা করতে পারবেন এবং এর জন্য কোনরকম কোনো কর দিতে হবেনা। এছাড়াও নিজের ইচ্ছামত সময়ে টাকা তুলতে পারবেন মহিলারা। তবে হ্যাঁ, মহিলারা যদি চান যে তারা ২ লাখের বেশি টাকা জমা করবেন, সেটা কিন্তু এই প্রকল্পে হবেনা। এই প্রকল্পের একটি ঊর্ধ্বসীমা আছে এবং সেটা মেনেই চলতে হবে। আর এই প্রকল্প চালু থাকবে ২০২৫ সাল পর্যন্ত।।

Related Articles

Back to top button