দারুন সুখবর নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে দরিদ্রতাসীমার নীচে থাকা ভারতীয়রা পাবে বিভিন্ন মরনব্যাধি রোগের চিকিৎসার টাকা। গত ১৯৯৭ সালে কেন্দ্রের তরফ থেকে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে গরীবসীমার নীচে থাকা মানুষদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চিন্তাভাবনা করা হয়েছিল।
এই কর্মসূচির মাধ্যমে যোকোনো সুপার স্পেশালিটি হাসপাতালে গরীব মানুষেরা বিনাখরচে চিকিৎসার সুযোগ পাবে। এই প্রকল্পে বলা হয়েছে একজন মানুষ সর্ব্বোচ্চ ১৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করাতে পারবেন।
সুত্রে খবর, সারা বিশ্বে প্রায় ৮০০০ বেশি মারন রোগ রয়েছে, তাদের মধ্যে অনেক রোগই অজানা। এদের মধ্যে অন্যতম থ্যালাসেমিয়া, হিমোফিমিয়া, ক্যান্সার, এইডস, অ্যানিমিয়া ইত্যাদি। কেন্দ্রের থেকে এই সমস্ত রোগের চিকিৎসা বিনা পয়সায় করা হবে। গৃহহীন, ভিক্ষুক, আইনি শ্রমিকরা এরকম সুবিধা পাবে।
গত বছরই কেন্দ্রের তরফ থেকে এক কর্মসূচি গ্রহন করা হয়েছিল যাদ নাম আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পে একটি পরিবার সর্ব্বোচ্চ ৫ লাভ টাকার স্বাস্থ্যবিমা পেতে পারে। এর জন্য কোনো প্রিমিয়ামও লাগবে না। সরকারি ও বেসরকারি হাসপাতালে এই বিমার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা করতে পারবে সাধারন মানুষ।