আজ তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই শপথ গ্রহণে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী আজ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির না থেকে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে যাবেন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে।
আজ বেনারসে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একটি ৬৩ ফুট মূর্তি উদ্বোধন করবেন তিনি। এছাড়া বারাণসীতে ৩০ টির বেশি প্রকল্পের সূচনা করবেন তিনি। এছাড়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একটি ৪৩০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতালেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বারাণসী থেকেই আইআরসিটিসি’র মহাকাল এক্সপ্রেসের সূচনা করবেন তিনি।
আরও পড়ুন : তৃনমূলের অনুকরণে ‘বিজেপিকে বলো’ কর্মসূচি আনতে চলেছে গেরুয়া শিবির
একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি করবেন তিনি। এটি দেশের প্রথম বেসরকারি ট্রেন, যার উদ্বোধন হবে আজ প্রধানমন্ত্রীর হাত ধরে। এই মহাকাল এক্সপ্রেস উত্তরপ্রদেশের বারাণসীর সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও ওমকরেশ্বরকে যুক্ত করবে।